প্রখ্যাত অভিনেত্রী মিতা চৌধুরী আর নেই। বৃহস্পতিবার বিকেলে গুণী এই অভিনেত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুর খবরটি মিতা চৌধুরীর ফেসবুক আইডি থেকে তার মেয়ে নিশ্চিত করেন। তার আগে অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা তার ভেরিফায়েড ফেসবুকে মিতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
এসময় সুবর্ণা মুস্তাফা নিজের প্রথম টিভি নাটক ‘বরফ গলা নদী’তে মিতা চৌধুরীর সঙ্গে কাজ করেছিলেন বলে জানিয়ে তার সঙ্গে থাকা দুটি ছবি শেয়ার করেছেন।
জানা যায়, মিতা চৌধুরী স্বামী-সন্তানের সঙ্গে যুক্তরাজ্যে বসবাস করতেন। তিনি ক্যানসার আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার (২৯ জুন) সেখানে স্থানীয় সময় বেলা সাড়ে ৩টায় একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নাটক ছাড়াও একাধিক সিনেমাতে কাজ করেছেন মিতা চৌধুরী। এরমধ্যে বিশেষ উল্লেখযোগ্য বিষ, আন্ডার কনস্ট্রাকশন ও মেড ইন বাংলাদেশ।
Source link