সোশ্যাল মিডিয়ায় ডিপি দিতে পারবেন না মেয়েরা! নয়া ফতোয়া জারি রাজ্যের
সোশ্যাল মিডিয়ায় ডিপি দিতে পারবেন না মেয়েরা! নয়া ফতোয়া জারি রাজ্যের

বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় মহিলাদের ডিপি দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিলেন তামিলনাড়ু স্টেট কমিশন ফর উইমেন চেয়ারপার্সন এএস কুমারী (A S Kumari)। তার মতে, সাইবার অপরাধীরা বিকৃত করতে পারে সেই ছবি। তামিলনাড়ু (Tamilnadu) ও জাতীয় মহিলা কমিশন একটি যৌথ সেমিনারের আয়োজন করে নারীর অধিকার ও ক্ষমতায়নের উপর।

সেখানে বক্তব্য রাখতে আসেন এএস কুমারী। তিনি বলেন, বিগত কয়েক মাস ধরে মহিলাদের সচেতন করার উদ্যোগ নিয়েছেন তারা। মহিলাদের সুরক্ষা বিষয়ক সেমিনারের আয়োজন হয়েছে সাইবারস্পেসে। এই সেমিনারে অংশগ্রহণ করেছিলেন পুলিসের কর্তা, আইনজীবী ও নেতাকর্মীরা।

এএস কুমারীকে জিজ্ঞাসা করা হয়, আজকাল বিভিন্ন স্কুল – কলেজের ছাত্রীরা অচেনা ব্যক্তিদের সাথে সোশ্যাল মাধ্যমে পরিচিত হচ্ছে। সেখান থেকে জড়িয়ে পড়ছে সম্পর্কে। তারা কীভাবে এসব থেকে সাবধানে থাকবে? এর জবাবে এএস কুমারী বলেন,”আমি পড়ুয়াদের বলছি তোমরা নিজেদের ছবি ডিপিতে ব্যবহার করো না। সাইবার অপরাধীরা সেই ছবি বিকৃত করতে পারে। প্রেম করা স্বতন্ত্র অধিকার। কিন্তু সঠিক ব্যক্তি বেছে নেওয়াটা দরকার।”

পাশাপাশি তার আরোও সংযোজন, “কোয়েম্বাটুর ও তিরুচিরাপল্লীতেও আমরা এই ধরনের সেশন করেছি। ভালো ফিডব্যাক পেয়েছি। পেরিয়ার, আন্না এবং কালাইগনার না থাকলে এখানে আমরা থাকতাম না। নারীদের জন্য বেশ কিছু আইন প্রণয়ন করেছেন তারা। মহান নেতাদের সেই উদ্যোগ সম্পর্কে আমরা পড়ুয়াদের মনে সেই সচেতনতা বৃদ্ধি করছি। আলোচনা করছি নারীর ক্ষমতায়ন ও অধিকার নিয়ে।”

Tamilnadu,Social Media,Display Picture,Safety,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

কমিশনের কাছে সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগের সংখ্যার ব্যাপারে বলতে গিয়ে এএস কুমারী বলেছেন, মহিলারা এগিয়ে আসতে এখনো দ্বিধা বোধ করেন। তিনি মহিলাদের কাছে আহ্বান জানিয়েছেন সাহস নিয়ে এগিয়ে আসার জন্য। কোনো ধরনের অপরাধ ঘটলে তা কমিশনের কাছে জানানো। কমিশন সেই মহিলার পরিচয় সম্পূর্ণ গোপন রাখবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন >>


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *