ইনভার্টার এসি কেন ব্যবহার করবেন, কীভাবেই বা তা বিদ্যুৎ সাশ্রয় করে, সেটাও বুঝে রাখা দরকার৷ আসলে, যে কোনও ট্রেডিশনাল এসি-তে কম্প্রেসার একটি নির্দিষ্ট গতিতেই চলে। কিন্তু ইনভার্টার এসিতে পরিবর্তনশীল গতি যুক্ত কম্প্রেসার ব্যবহার করা হয়৷ যা ঘরের তাপমাত্রা বুঝে তা কতটা ঠান্ডা করতে হবে সেটা আন্দাজ করে সামঞ্জস্য রেখে কম্প্রেসারের গতি বাড়ায় বা কমায়। এটা একটানা বিভিন্ন গতিতে চলতে পারে। ফলে সবসময় একটা নির্দিষ্ট পরিমাণ বিদ্যুতের সরবরাহ প্রয়োজন হয় না৷ (ছবি- শাটারস্টক)
[টেক দুনিয়া]
Source link