অপুর সিনেমা দেখার আহ্বান জানালেন শাকিব-898752 – GalachipaProtidin.Com
অপুর সিনেমা দেখার আহ্বান জানালেন শাকিব-898752 – GalachipaProtidin.Com




অপুর সিনেমা দেখার আহ্বান জানালেন শাকিব-898752 | Bangladesh Pratidin







অপুর সিনেমা দেখার আহ্বান জানালেন শাকিব

অনলাইন ডেস্ক

ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘লাল শাড়ি’। এর মাধ্যমে প্রথমবারের মতো প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এছাড়াও অপু–জয় প্রোডাকশন হাউজের প্রথম চলচ্চিত্র এটি। যার কারণে এই সিনেমার প্রতি শুভকামনা জানিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

শুক্রবার (৩০ জুন) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে শাকিব লিখেছেন, এই ঈদে অপু–জয় প্রোডাকশন হাউজের প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’ মুক্তি পেয়েছে। আমার সন্তান জয়ের নামের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র এটি। বাবা হিসেবে সন্তানের নামের কারণে চলচ্চিত্রটির প্রতি আমার অন্যরকম এক আবেগ কাজ করছে।’

এই অভিনেতা আরও লেখেন, যতদূর শুনেছি, ‘লাল শাড়ি’র প্রেক্ষাপট আমাদের দেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে ঘিরে। বিলুপ্তপ্রায় এই শিল্প এবং এর সঙ্গে জড়িত প্রান্তিক মানুষদের জীবনযাপন, সুখ-দুঃখ এই চলচ্চিত্রের প্রাণ। তাই এই ঈদ উৎসবে পরিবার–পরিজন সবাইকে নিয়ে ‘প্রিয়তমা’র পাশাপাশি ‘লাল শাড়ি’ দেখার আমন্ত্রণ জানাচ্ছি।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই পাতার আরো খবর

আরও জানতে এখানে পড়ুন


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *