দেশে গত একদিনে আরও ১১০ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে মৃত্যু হয়নি কারও। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৬৭৬টি নমুনা পরীক্ষা করে এই ১১০ জন রোগী শনাক্ত হয়। এতে শনাক্তের হার ৬ দশমিক ৫৬ শতাংশ; আগের দিন এই হার ৬ দশমিক ৯৪ শতাংশ ছিল। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা হয়েছে ২০ লাখ ৪২ হাজার ৩৬২ জন। মৃতের মোট সংখ্যা ২৯ হাজার ৪৬১ জনে রয়েছে। ২৪ ঘণ্টায় ১৪৮ জন করোনা রোগী সেরে উঠেছেন; তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৮ হাজার ৩৪৮ জন।
Source link