এবার স্টোরি দেওয়া যাবে টেলিগ্রামেও
এবার স্টোরি দেওয়া যাবে টেলিগ্রামেও











চ্যাট অথবা সিনেমা ডাউনলোড, ধীরে ধীরে জনপ্রিয়তা বেড়েই চলছে টেলিগ্রামের। আর এ কারণেই ব্যবহারকারীদের মধ্যে আকর্ষণ বাড়াতে আরও নানারকম ফিচার নিয়ে আসছে টেলিগ্রাম। এবার টেলিগ্রামেও মিলবে স্টোরি দেওয়ার সুযোগ। যদিও এর জন্য আরও একমাস অপেক্ষা করতে হবে ব্যবহারকারীদের।

এ প্রসঙ্গে টেলিগ্রামের ফাউন্ডার পাভেল দুরভ বলেন, আমরা অতি শিগগিরই নতুন একটি ফিচার নিয়ে আসছি। যার নাম স্টোরি ফিচার।

অর্থাৎ এবার হোয়াটসঅ্যাপের মতো স্টোরি টেলিগ্রামেও দেওয়া যাবে।

সংস্থাটি জানিয়েছ, দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীরা স্টোরি ফিচারের জন্য অপেক্ষা করছিলেন। সেই কথা ভেবেই নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত। তবে শুধু স্টোরি দেওয়াই নয়, মিলবে হাইড অপশনও। চাইলে নির্দিষ্ট কয়েকজনের সঙ্গেও শেয়ার করা যাবে স্টোরি। এ ফিচার যোগ হলে টেলিগ্রাম ব্যবহারকারীর সংখ্যা এক ধাক্কায় অনেকটা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

এফকে

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন >>


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *