কলকাতার দর্শনার বদলে ঢাকার পূজা চেরি-896721 – GalachipaProtidin.Com
কলকাতার দর্শনার বদলে ঢাকার পূজা চেরি-896721 – GalachipaProtidin.Com

দর্শনা বণিক ও পূজা চেরি (ডানে)

‘লিপস্টিক’নামে একটি  সিনেমার নায়িকা হিসেবে ওপার বাংলার দর্শনা বণিকের নাম ঘোষণা করা হয়েছিল। তবে ভিসা জটিলতার কারণে বাংলাদেশে আসা হচ্ছে না তার। ফলে দর্শনা বণিকের পরিবর্তে নেয়া হচ্ছে নায়িকা পূজা চেরিকে। দর্শনার পরিবর্তে পূজা চেরিকে নেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আব্দুল্লাহ জহির বাবু।

আব্দুল্লাহ জহির বাবুর গল্প ও সংলাপে সিনেমাটি নির্মাণ করছেন কামরুজ্জামান রোমান। দর্শনা বণিকের পরিবর্তে এ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন পূজা চেরি। গত ১৮ জুন ‘লিপিস্টিক’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

আব্দুল্লাহ জহির বাবু বলেন, ভিসা জটিলতার কারণে দর্শনার পরিবর্তে পূজা চেরিকে নিচ্ছি। পূজা গল্প শুনে খুবই সন্তষ্ট। এই গল্পে পূজা খুব ভালো করবে বলে আশা করছি। ছবিটি পূজা বলেন, লিপস্টিক ছবির গল্পের কারণেই এতে চুক্তিবদ্ধ হয়েছি। এতে আমাকে নতুনভাবে দেখবেন দর্শক। আগামী ২০ জুলাই থেকে ‘লিপস্টিক’ সিনেমার শুটিং শুরু হবে।

বিডি-প্রতিদিন/শফিক

আরও জানতে এখানে পড়ুন


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *