চট্টগ্রামে মির্জাখীল দরবারের অনুসারীদের ঈদ উদযাপন
চট্টগ্রামে মির্জাখীল দরবারের অনুসারীদের ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা বুধবারই ঈদুল আজহা পালন করছেন।

সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবারের অনুসারীরা দু’শ বছরের বেশি সময় ধরে হজ্বের পরদিন ঈদুল আজহা উদযাপন করেন।

বুধবার মির্জাখীল দরবার শরিফের খানকাহ মাঠে সকাল সাড়ে নটায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন হজরত ইমামুল আরেফীন ড. মৌলানা মুহাম্মদ মকছুদুর রহমান।

সাতকানিয়ার মির্জাখীল, এওচিয়ার গাটিয়াডেঙ্গা, আলীনগর, মাদার্শা, খাগরিয়া, মৈশামুড়া, পুরানগড়, বাজালিয়া, মনেয়াবাদ, চরতি, সুঁইপুরা, হালুয়াঘোনা,  চন্দনাইশের কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, চরবরমা, কেশুয়া, কানাই মাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি, বাঁশখালীর কালিপুর, চাম্বল, ডোংরা, শেখেরখীল, ছনুয়া, পুইছড়ি, আনোয়ারার বরুমছড়া, তৈলারদ্বীপ, বারখাইন, খাসকামা, কাঠাখালী, রায়পুর, গুজরা, লোহাগাড়ার পুঁটিবিলা, কলাউজান, চুনতী এবং সীতাকুন্ডের মাহমুদাবাদ, বারিয়াঢালা, বাঁশবাড়িয়া, সলিমপুর, মহালংকা এলাকার এই দরবারের অনুসারীরা ঈদুল উদযাপন করছেন বুধবার।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *