চন্দনাইশে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড়ভাই খুন – GalachipaProtidin.Com
চন্দনাইশে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড়ভাই খুন – GalachipaProtidin.Com

চন্দনাইশে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড়ভাই খুন
ছবি প্রতীকী

চট্টগ্রাম: চন্দনাইশে পাওনা টাকা চাওয়ায় বড় ভাইকে ছুরিকাঘাতে খুন করেছে ছোটভাই।

শুক্রবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মোহাম্মদ মুছা (৫৫)। ঘটনার পর পর ঘাতক ছোট ভাই আবদুল বায়েজ (৪৬) পালিয়ে গেছে।
 

জানা যায়, দোহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ড ফুলতলা ছগিরপাড়া গ্রামের মৃত আবদুল ওয়ারেছের ছেলে সিএনজিচালিত অটোরিকশা চালক মোহাম্মদ মুছা ও তার ছোট ভাই আবদুল বায়েজের মধ্যে টাকা লেনদেন নিয়ে ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে ছোট ভাই আবদুল বায়েজ কোমর থেকে ছুরি বের করে প্রকাশ্যে বড় ভাই মোহাম্মদ মুছাকে বেশ কয়েকবার ছুরিকাঘাত করে। পরে সে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা মুছাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, পাওনা টাকা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে ছোট ভাই বায়েজের ছুরিকাঘাতে বড় ভাই মো. মুছা নিহত হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বায়েজকে গ্রেফতারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন >>


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *