ডিএসইতে মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে – GalachipaProtidin.Com
ডিএসইতে মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে – GalachipaProtidin.Com

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবসে মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে খবর, বেলা ১১টা পর্যন্ত ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৫৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৪ পয়েন্টে।

এ সময়ের মধ্যে লেনদেন হওয়া ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৮টির, দর কমেছে ৫৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৩৭টির। এ সময় টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৩২৬ কোটি ৬৩ হাজার টাকা।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসই সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৭৮৬ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪১টির, দর কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। আলোচিত সময়ে টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৮ কোটি ১১ লাখ ৮৩ হাজার টাকা।

(ঢাকাটাইমস/১১জুন/এজে)

পুরো আর্টিকেল পড়তে এখানে ক্লিক


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *