দক্ষিণ সিটিতে ২য় দিনের কোরবানির পশুর শতভাগ – GalachipaProtidin.Com
দক্ষিণ সিটিতে ২য় দিনের কোরবানির পশুর শতভাগ – GalachipaProtidin.Com

দক্ষিণ সিটিতে ২য় দিনের কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ

ঢাকা: রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সব ওয়ার্ড হতে দ্বিতীয় দিনের কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।  

শুক্রবার (৩০ জুন) রাত পৌনে ৯টার দিকে সর্বশেষ ৪২ নম্বর ওয়ার্ড থেকে বর্জ্য অপসারণের মধ্যে দিয়ে দ্বিতীয় দিনের কোরবানির পশুর সব বর্জ্য অপসারণ করা হয়।

রাতে সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ২টা থেকে শুরু হয়ে রাত পৌনে ৯টার দিকে এ কার্যক্রম সম্পন্ন হলো। অর্থাৎ ৭ ঘণ্টারও কম সময়ে দ্বিতীয় দিনের কোরবানির পশুর সব বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।

এর আগে, ঈদের দিন, বৃহস্পতিবার (২৯ জুন) প্রায় সাড়ে ১১ ঘণ্টায় শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ করে ডিএসসিসি কর্তৃপক্ষ।

এদিন দিনভর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করেছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
এইচএমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন >>


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *