দেশের উত্তরাঞ্চলের বিভাগীয় শহর রংপুরে ১৫ দিন ধরে রোদের দেখা মিলছিল না। সেই সঙ্গে বইছিল কনকনে ঠান্ডা বাতাস। দুপুরের দিকে ঘন কুয়াশার ভেতর দিয়ে সূর্য উঁকি দিলেও রোদ ছিল না। সেই দৃশ্য আজ সোমবার পাল্টে গেছে। আজ সকালের আবহাওয়া অন্যরকম। ভোরে পুব আকাশে সূর্য ঝলমল করে দেখা দেয়।
রংপুর আবহাওয়া কার্যালয়ের কর্মকর্তা কামরুল হাসান প্রথম আলোকে বলেন, রোদ উঠলেও গতকাল রোববারের থেকে তাপমাত্রা কমেছে। আজ সোমবার সকালে রংপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে একটানা কয়েক দিনের কুয়াশা কেটে গিয়ে আকাশে রোদ উঠেছে।
আজ সোমবার সকাল সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত রংপুর নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রোদ পোহাচ্ছেন অনেকে। অনেক দিন পর এমন প্রাকৃতিক উষ্ণতায় স্বস্তি ফিরে এসেছে স্কুলগামী শিক্ষার্থীসহ সব শ্রেণি–পেশার মানুষের মধ্যে।
Source link