নারীদেহে জলের তৈরী এই জিনিসটা রোদে শুকিয়েও যায় না! উত্তর শুনে মাথা চুলকোবেন
নারীদেহে জলের তৈরী এই জিনিসটা রোদে শুকিয়েও যায় না! উত্তর শুনে মাথা চুলকোবেন

বাংলাহান্ট ডেস্ক : বর্তমান যুগের ছাত্র-ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি চাকরির পরীক্ষার জন্যও প্রস্তুতি নিচ্ছেন। সরকারি হোক বা বেসরকারি, যেকোনো চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে আমাদের সাধারণ জ্ঞানের ধারণা থাকা আবশ্যিক।

ছোটবেলায় আমরা স্কুলে সাধারণ জ্ঞান পড়েছি। সেই সব সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর আমাদের চাকরি ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আমাদের বিভিন্ন প্রতিবেদনে আমরা এই ধরনের প্রশ্ন ও উত্তর নিয়ে আসছি ইন্টারভিউয়ের (Interview) জন্য। আজও সাধারণ জ্ঞানের তেমন কিছু প্রশ্ন ও উত্তর দেখে নেওয়া যাক

1) কোন রাজধানী শহরের উচ্চতা সবচেয়ে বেশি?
উত্তরঃ কুইটো, ইকুয়েডর।

2) আলফা-কেরাটিন কোন জিনিসে প্রোটিন থাকে?
উত্তরঃ উল।

3) সেন্ট ফ্রান্সিসের জন্মস্থান উমব্রিয়ার কোন শহর ছিল?
উত্তরঃ আসিসি।

4) লাটভিয়ার এই রাজধানী কখনও কখনও “বাল্টিকের প্যারিস” নামে পরিচিত।
উত্তরঃ রিগা।

5) কোনটি পারমাণবিক চুল্লিতে ‘একটি মডারেটর’ হিসাবে ব্যবহৃত হয়?
উত্তরঃ গ্রাফাইট।

6) কোন প্রজাতি রোবস্ট অস্ট্রালোপিথেসাইন নামে পরিচিত?
উত্তরঃ Australopithecus boisei এবং Australopithecus robustus.

7) ইংল্যান্ডের জাতীয় ফুল কী ?
উত্তরঃ গোলাপ

8) কোন দেশ সরাসরি ইরাকের পূর্বে অবস্থিত?
উত্তরঃ ইরান।

9) কেঁচোর গমন অঙ্গের নাম কি ?
উত্তরঃ সিটা

10) টাইপসেটিংগুলি কী কী যা শুধুমাত্র পাঠ্য তৈরি করে?
উত্তর: হট-মেটাল টাইপসেটিং এবং ফটোটাইপসেটিং।

interview xcaefca

11) শচীন টেন্ডুলকার কোন দেশের বিপক্ষে তার 100তম আন্তর্জাতিক সেঞ্চুরি করেন?
উত্তরঃ বাংলাদেশ।

12) কোন পূর্ব আফ্রিকান ভাষা আফ্রিকান এবং আরব ব্যবসায়ীদের মধ্যে লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসাবে বিকশিত হয়েছিল?
উত্তরঃ সোয়াহিলি।

13) মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল কত সালে ?
উত্তর: 1948 সালে

14) কোন দিনটিতে পলাশীর যুদ্ধের সূচনা হয়েছিল বলে জানা যায় ?
উত্তর: 1757 সালে

15) মেয়েদের শরীরে তৈরি কোন জিনিস রোদেও শুকিয়ে যায় না?
উত্তর: ঘাম। (প্রার্থীদের বিভ্রান্ত করার জন্য এই ধরনের প্রশ্ন করা হয়)


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *