পদ্মার ওপারের স্মৃতি আগলে রেখে এপার বাংলায় পথ চলা শুরু ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর, web series indubala bhaater hotels trailer has been released
পদ্মার ওপারের স্মৃতি আগলে রেখে এপার বাংলায় পথ চলা শুরু ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর, web series indubala bhaater hotels trailer has been released

টলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তার সুদক্ষ অভিনয় যদি তিনি অনুগামীদের মনে নিজের এক সুন্দর জায়গা তৈরি করে রেখেছেন। সিনেমা ছাড়া এবার তাঁর দেখা মিলবে ওয়েব সিরিজে। এটি কিন্তু তার জীবনের প্রথম ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজের প্রথম লুক আগেই কিন্তু সকলের সামনে ভাইরাল হয়েছিল। যা দেখে অবাক হয়েছিলেন অনেকেই। তবে এবার সামনে এলো এই সিরিজের ট্রেলার। যা দেখে অনেকেই অবাক হয়েছেন। দেখুন ট্রেলারে কি দেখা গেল?

কী দেখা গেল ট্রেলারে

ট্রেলারে দেখা গেল, এপার ওপার বাংলার ঘটনাকে কেন্দ্র করেই সিরিজের গল্প। বাংলাদেশের কন্যা ইন্দুবালা, আজ কলকাতাতে। ইন্দুবালার বিয়ের পর আসে কলকাতার বাড়িতে। সেখানেই দেখা যায় ইন্দুবালা ভাতের হোটেল নামক একটা হোডিং। সেখানে লেখা আছে ১৪ /২ ছেনু মিত্র লেন কলকাতা ৭০০০০৯। বয়স হয়েছে ইন্দুবালার, তবে রান্নার প্রতি তাঁর ভালোবাসা একটুও কমেনি। তাই সে কলকাতায় ভাতের হোটেল খুলে ফেলেছে এবং নাম রেখেছে ইন্দুবালা ভাতের হোটেল। ইন্দুবালার চরিত্রে অভিনয় করে সকলে অবাক করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।]

কী নিয়ে সিরিজের গল্প

বর্তমান সময়ে ইন্দুবালা দেবী তার ছেলে মেয়ে নাতি-নাতনির সঙ্গে কথা বলতে গিয়ে তার পুরনো স্মৃতি কথা গল্প তাদের শোনাচ্ছেন। সেখানে ফুটে উঠেছে ইন্দুবেলার ছোটবেলা থেকে তরুণী ইন্দু বালার নানান সময়ের কথা। তার বিয়ের পর স্বামীর হাত ধরেই প্রথম সে কলকাতার মাটিতে পা রেখেছিলেন। তারপর এখানকার মতন বাংলা ভাষাও সে বলতে শিখে। এই ভাষা বলবার জন্য তার শাশুড়ির কাছে এটাও শুনতে হয় রিফিউজি ভাষা বন্ধ করো তো। কলকাতাতে এলেও বাংলাদেশকে নিজের দেশ বলেই জানেন সে। দেশে ফেরার আর হবেনা বলে এক সময় কষ্টে সে নিজের পাসপোর্ট কেও পুড়িয়ে দিয়েছেন। ১৯৭০ সালের নকশা আন্দোলনের সঙ্গে ইন্দুবালা দেবীর জড়িয়ে যাওয়া থেকে, বর্তমান ও অতীত যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। তারপর কীভাবে ইন্দুবালার জীবন কেমন ভাবে কাটছে বা কেটেছে তা জানতে হলে আপনাকে দেখতে হবে ওয়েব সিরিজটি। মার্চ মাসের ৮ তারিখ অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবসের দিন মুক্তি পাবে এই সিরিজটি।

সিরিজটি কে পরিচালনা করছেন

পরিচালক দেবালয় ভট্টাচার্য কল্লোল লাহিড়ির ‘ইন্দুবালা ভাতের হোটেল’ উপন্যাস তৈরি করছেন এই ওয়েব সিরিজটি। সিরিজটি দেখার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দেবালয়বাবু জানিয়েছেন, সিরিজে ইন্দুবালার বয়স ১৬ থেকে ৭৫ বছর। তবে ইন্দুবালার বয়স দেখানো হবে পর্দায় ২৫-৭৫ । এই সিরিজে অভিনেত্রী বিধবা মায়ের ভূমিকায় অভিনয় করবেন। তাঁর আছে দুই সন্তান। পূর্ববঙ্গ থেকে এসে পশ্চিমবঙ্গের বাসিন্দা হবেন অভিনেত্রী। আর সংসার চালানো ও সন্তানপালনের জন্য তিনি খুলবেন ভাতের হোটেলও। এই মহিলার কষ্টের জীবনসংগ্রামকেই দেখানো হবে ওয়েব সিরিজের মাধ্যমে।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Source link


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *