প্রচণ্ড গরমে ফ্রিজের ব্যবহার বেড়ে গিয়েছে। ফলে ফ্রিজ নোংরাও হচ্ছে বেশি। কিন্তু ঘরের কোনও জিনিস নোংরা হলে মোটেও দেখতে ভাল লাগে না। তার উপর ফ্রিজ খুবই গুরুত্বপূর্ণ গ্যাজেট। তাই সহজে ফ্রিজ পরিষ্কার করা জরুরি। দেখে নেওয়া যাক কিছু চটজলদি উপায়—
গরমে ফ্রিজ সঠিক ভাবে ব্যবহার করা দরকার। বর্তমানে আবহাওয়া এত গরম যে ফ্রিজের বাইরে কোনও খাবার রাখাই যায় না। এই মরশুমে, বিশেষ করে দুধ, মাখন, ফলমূল, শাকসবজি, দই-এর মতো জিনিস ফ্রিজে রাখাই ভাল। ফ্রিজে যত বেশি জিনিস রাখা হবে, ততই তা খোলা বন্ধ করা হবে বারবার।
আর সেই কারণে সব থেকে বেশি সমস্যা হয় ফ্রিজের হাতলে। ফ্রিজের দরজাতেও নানা ধরনের দাগ পড়ে যায়। আজকাল বেশির ভাগ বাড়িতেই স্টেইনলেস স্টিলের ফ্রিজ থাকে। সেই ফ্রিজের দরজা পরিষ্কার করার কিছু সহজ কৌশল রয়েছে, যার মাধ্যমে ফ্রিজ খুব সুন্দর ঝকঝকে রাখা যায়। মাত্র দু’টি জিনিস ব্যবহার করতে হবে এই জন্য। তাও পাওয়া যাবে রান্নাঘরেই।
আরও পড়ুন: একবার বসালে ফুল চার্জ না দিয়ে ফোন তোলেন না? কাজটা ঠিক হচ্ছে তো?
রান্নাঘরের এই দু’টি জিনিসে কামাল:
ফ্রিজ ঝকঝকে করার জন্য ব্যবহার করতে হবে টুথপেস্ট আর অলিভ অয়েল। একটি টুথব্রাশে টুথপেস্ট নিয়ে ফ্রিজের যেসমস্ত জায়গায় দাগ পড়ে গিয়েছে সেই সমস্ত জায়গায় আলতো করে ঘষতে হবে। এরপর আঁচড় লাগা অংশে একটু তেল লাগিয়ে নিতে হবে। তারপর একটি অল্প ভিজে মাইক্রোফাইবারের কাপড় এলাকাটি মুছে নিতে হবে।
এই ভাবে ব্যবহার করলেই দেখা যাবে যে, ফ্রিজের গায়ের দাগগুলি অনেকটা কমে গিয়েছে। যদি সামান্য আঁচড়ও থেকে থাকে তবে তা ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করবে।
তবে মনে রাখতে হবে, এই পদ্ধতি শুরু মাত্র স্টেইনলেস স্টিলের ফ্রিজের জন্য। ম্যাগনেটিক ফ্রিজে এই পদ্ধতি অনুসরণ করা যাবে না। তাই প্রয়োগ করার আগে নিশ্চিত হয়ে নিতে হবে ফ্রিজটি আদৌ স্টেনলেস স্টিলের নাকি ম্যাগনেটিক!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cleaning Tips, Kitchen Tips, Refrigerator
Source link