অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের জয়ের ভালো সম্ভাবনা দেখছেন বাংলাদেশ নারী দলের প্রধান কোচ হাসান তিলকরত্নে।
রোববার মিরপুরে বাংলাদেশ নারী দলের অনুশীলন শেষে কোচ তিলকরত্নে বলেন, বিশ্বকাপ শিরোপার দাবিদার দলগুলোর মধ্যে বাংলাদেশ একটি। পুরো পথ পাড়ি দিয়ে বিশ্বকাপ জেতার জন্য তাদের দলে সব ধরনের উপকরণ আছে। তাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে এবং একসঙ্গে থেকে একে অপরকে সাহায্য করতে হবে। আমি নিশ্চিত, এই দলের বিশ্বকাপ জেতার সব উপকরণ আছে।
শ্রীলংকার ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ের অন্যতম সদস্য ছিলেন তিলকরত্নে। ৫৫ বছর বয়সি সাবেক এই তারকা আরও বলেন, ক্রিকেট খুবই অনিশ্চয়তার খেলা। ১৯৯৬ সালে কেউ আশা করেনি আমরা জিতব। তবে যা-ই হোক, এখানে বিষয়টা হলো নির্দিষ্ট দিনে সেরা ক্রিকেটটা খেলা। আমি যেমনটা বললাম, বাংলাদেশের এই দলটি খুব ভালো। তরুণ ও অভিজ্ঞ মিলে ভালো দল। তারা যদি কন্ডিশন বুঝতে পেরে একসঙ্গে খেলতে পারে, বিশ্বকাপ জেতার ভালো সুযোগ রয়েছে।
Source link