তরুণ বয়সে রাগবি লিগে খেলতেন জনি বেয়ারস্টো। এখনকার বেশির ভাগ ক্রিকেট দর্শকই যা দেখেননি। বুধবার ইংল্যান্ড-অস্ট্রেলিয়া লর্ডস টেস্টের প্রথম দিনে সেই রাগবির দক্ষতাই দেখিয়েছেন বেয়ারস্টো। মাঠে ঢুকে পড়া এক ব্যক্তিকে কোলে তুলে নিয়ে প্রায় ৬০ গজ হেঁটে মাঠের বাইরে নিরাপত্তাকর্মীদের হাতে তুলে দিয়ে এসেছেন। ছুটে যাওয়া ওই ব্যক্তির উদ্দেশ্য ছিল, পিচে কমলা রঙের পাউডার ছুড়ে দেওয়া, যাতে খেলা বন্ধ হয়ে যায়।
তবে খেলা বেশিক্ষণের জন্য বন্ধ হয়নি। খেলোয়াড়দেরও মাঠ ছাড়তে হয়নি। ম্যাচে বড় ধরনের ঝামেলা রুখে দেওয়ায় বেয়ারস্টোকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ৩৩ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটসম্যানকে ‘হিরো’ বলে অভিহিত করেছেন ইংলিশ পেসার জশ টাং।
Source link