ব্যাঙের ছবিতে লুকিয়ে ঘোড়া; কেবল ১ শতাংশ মানুষই সমাধান করতে পেরেছেন এই ধাঁধা! এক বার নিয়ে দেখবেন না কি চ্যালেঞ্জটা? – GalachipaProtidin.Com
ব্যাঙের ছবিতে লুকিয়ে ঘোড়া; কেবল ১ শতাংশ মানুষই সমাধান করতে পেরেছেন এই ধাঁধা! এক বার নিয়ে দেখবেন না কি চ্যালেঞ্জটা? – GalachipaProtidin.Com

কলকাতা: দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও।

এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও! সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! তার জন্য প্রথমে ছবিটিতে কী দেখা যাচ্ছে, সেটা আমরা জেনে নেব। ছবিটিতে দেখা যাচ্ছে জলাশয়ের ধারে একটি ব্যাঙ বসে রয়েছে। আর ছবিটি দেখে মনে হচ্ছে যে, পেনসিল দিয়ে আঁকা হয়েছে সেটি। কিন্তু এই ছবিটির মধ্যেই লুকিয়ে রয়েছে একটি ঘোড়া। আর সেই ঘোড়াটাকেই মাত্র ৩ সেকেন্ডের মধ্যে খুঁজে বার করতে হবে।

আরও পড়ুন- গরমের জ্বালা তো জুড়োল; কিন্তু বর্ষা আসতে না আসতেই বাড়ছে পোকামাকড়ের দাপট! রইল রেহাই পাওয়ার ঘরোয়া টোটকা

আপাতদৃষ্টিতে চ্যালেঞ্জটা সহজ মনে হবে হয়তো। কিন্তু অতটাও সহজ নয়। কারণ জানা গিয়েছে যে, এই চ্যালেঞ্জ সমাধান করতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটে গিয়েছে মানুষের। ৯৯ শতাংশ মানুষই ব্যর্থ হয়েছেন। মাত্র ১ শতাংশ মানুষ নির্দিষ্ট সময়ের মধ্যে খুঁজে পেয়েছেন ঘোড়াটিকে। তাহলে এই চ্যালেঞ্জ কি এক বার নেওয়া যেতে পারে? এতেই প্রমাণিত হয়ে যাবে দৃষ্টিশক্তি এবং ক্ষুরধার মস্তিষ্কের জোর!

আরও পড়ুন- অবসর গ্রহণের পরেই স্নাতকোত্তর স্তরের পড়াশোনা, এভাবেই তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাচ্ছেন ৮১ বছরের বৃদ্ধ!

টাইমার সেট করে খোঁজা যাক লুকিয়ে থাকা ঘোড়াটিকে। পাওয়া গেল কি? আর যদি না-ও পাওয়া যায়, তাতেও সমস্যা নেই। আমরাই বলে দেব কোথায় আছে ঘোড়াটি। ফোনে যদি ছবিটি দেখে থাকেন, তাহলে ফোনটি কিংবা ছবিটি অ্যান্টি-ক্লকওয়াইজ ৯০ ডিগ্রি ঘুরিয়ে দিতে হবে। এতেই হবে ম্যাজিক! দেখা যাবে ব্যাঙটাই যেন একটা ঘোড়ার রূপ নিয়েছে!

Published by:Siddhartha Sarkar

First published:

Tags: Optical Illusion, Optical Illusion Image


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *