বর্ষায় ট্রেন্ডিং কুর্তা
পছন্দের কুর্তার সেট বেছে নেওয়ার সময়ে ট্রেন্ডের দিকেও নজর রাখা জরুরি। বর্ষায় উপযুক্ত ফ্যাব্রিক তো বেছে নেবেনই, কিন্তু স্টাইলের সঙ্গে সমঝোতা করলে হবে না। তাই কুর্তি সেট বেছে নেওয়ার সময় তার রঙের দিকে নজর রাখুন। প্রিন্ট এবং প্যাটার্নের দিকেও খেয়াল রাখা জরুরি।
আপনার বেছে নেওয়া কুর্তা সেট যেন কোনওভাবেই আউট অফ ফ্যাশন না হয়! এবার চলুন জেনে নেওয়া যাক কোন ৪ ধরনের কুর্তা বর্ষায় পরার জন্যে উপযুক্ত।
সুতির কুর্তি পরতে পারেন
বর্ষায় ত্বকে নানা ধরনের স্কিন ব়্যাশ হওয়ার সম্ভাবনা থাকে। সেই বুঝেই স্কিন ফ্রেন্ডলি ফ্যাব্রিক বেছে নেওয়া উচিত। বর্ষায় পরার সবথেকে উপযুক্ত ফ্যাব্রিক হল সুতি।
আর্দ্র পরিবেশের জন্যে এই ফ্যাব্রিক একদম মানানসই। এই ফ্যাব্রিকে বাতাস চলাচল ঠিকঠাক হয়। আপনার ত্বক থাকে শুষ্ক। পাতলা সুতির কুর্তি পরতে পারেন আপনি। বৃষ্টিতে সামন্য ভিজে গেলেও তাড়াতাড়ি শুকিয়ে যাবে।
এটি কম দামি হলেও চোখ ধাঁধানো
রেয়নের কুর্তির দাম বেশ কম। ২৫০-৩০০ টাকাতেও দুর্দান্ত ডিজাইনের রেয়নের কুর্তা পাওয়া যায়। গরমে এই ফ্যাব্রিক সেরকম আরামদায়ক না হলেও বর্ষার মরশুমে রেয়ন বেশ কার্যকরী। এই ফ্যাব্রিক সিল্কের মতোই হয়। পরে অস্বস্তি হয় না। ভিজলেও রেয়নের কুর্তি তাড়াতাড়ি শুকিয়ে যায়।
শ্যামব্রে ফ্যাব্রিক বেছে নিন
শ্যামব্রে কুর্তিও কিন্তু বাজারে ট্রেন্ডিং! এর দামও আকাশ ছোঁয়া নয়। শ্যামব্রে কুর্তির ডিজাইনও নজরকাড়া। আপনি এই মরশুমে পরার জন্যে বেছে নিতে পারেন। কেমন এই শ্যামব্রে ফ্যাব্রিক?
সুতি মিশ্রিত এই ফ্যাব্রিক দেখতে হয় অনেকটাই ডেনিমের মতো। ত্বকের উপর চেপে বসে থাকে না। পরে আরাম পাওয়া যায়। তাই বর্ষায় চোখ বন্ধ করে এই ফ্যাব্রিক বেছে নিতে পারেন আপনি।
দুর্দান্ত এই কুর্তিটি
ই-কমার্স ওয়েবসাইট থেকে শুরু করে গড়িয়াহাট বাজার, সর্বত্রই এই ধরনের কুর্তি পেয়ে যাবেন আপনি। নাইলনের কুর্তি সেট কিংবা নাইলন মিশ্রিত ফ্যাব্রিকের কুর্তি বর্ষায় পরার জন্যে বেশ উপযুক্ত। চোখ ধাঁধানো বিভিন্ন ডিজাইনের কুর্তাই পাবেন আপনি। এর দাম খুব বেশি নয়। কয়েকশো টাকা খরচ করলেই মনের মতো পোশাক পাবেন। খুব অল্প সময়েই নাইলনের পোশাক শুকিয়ে যায়। এটি টেকসই। তাই অল্প দামে কিনলেও কুর্তি তাড়াতাড়ি ছিঁড়ে যাবে না।
এই ৪ ধরনের কুর্তা বর্ষায় বেশ ট্রেন্ডিং। এর থেকেই বেছে নিন মনের মতো কুর্তার ডিজাইন। আর তারজন্য় প্রচুর টাকা খরচও হবে না। ওই যে কথা বলে না, সস্তায় পুষ্টিকর!
আরও পড়ুন: জামদানির প্রায় অর্ধেক দাম, পরেও আরাম! বর্ষার মরশুমে বাজার কাঁপাচ্ছে চোখ ধাঁধানো এই ৪ শাড়ি
আরও পড়ুন: মধুমিতার ভাইরাল লুকে চোখের বালির ঐশ্বর্য রাইয়ের ছাপ, ‘মানাচ্ছে না’ মত নেটিজেনদের
Source link