ময়মনসিংহের হালুয়াঘাটে সীমান্ত এলাকায় বন্যহাতি তাড়াতে গিয়ে উল্টো হামলায় এক কৃষক নিহত হয়েছেন।
হালুয়াঘাট মডেল থানার ওসি মো. শাহীনুজ্জামান খান জানান, শনিবার বিকালে উপজেলার গাজিরভিটা ইউনিয়নের কাটাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ফরজুল ইসলাম (৩৫) কাটাবাড়ি গ্রামের প্রয়াত ফজর আলীর ছেলে।
গাজিরভিটা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম বলেন, ইউনিয়নের সীমান্তে কাটাবাড়ি গ্রামের ফরজুল হক গ্রামে ধান চাষ করেন। বিকাল ৪টার দিকে পাহাড় থেকে হাতির পাল নেমে ধানের ক্ষতি করছিল। খবর পেয়ে ফরজুল হক স্থানীয় আরও কয়েকজনকে নিয়ে হাতি তাড়াতে যান।
“হাতি তাড়ানোর এক পর্যায়ে উল্টো তাদের তাড়া করে বন্যহাতির পাল। তাড়া খেয়ে অন্যরা পালিয়ে বাঁচতে পারলেও ফরজুল ফিরে আসতে পারেননি। হাতির পালের পদপিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন।”
হাতির পাল চলে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন; কিন্তু পথেই ফরজুলের মৃত্যু হয় বলে নুরুল ইসলাম জানান।
ওসি শাহীনুজ্জামান খান জানান, এর আগে গত ১৯ এপ্রিল পার্শ্ববর্তী ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া গ্রামে হাতির আক্রমণে সুমন মিয়া (১৫) নামে এক কিশোর মারা গেঝে।
Source link