শনিবার গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী – GalachipaProtidin.Com
শনিবার গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী – GalachipaProtidin.Com

দুই দিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এই সফরে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ বেশকিছু কর্মসূচিতে অংশ নেবেন।

শনিবার (১ জুলাই) সকাল ৮টায় গণভবন থেকে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার উদ্দেশ‌্যে সড়ক পথে রওনা হবেন। বেলা ১১টায় কোটালীপাড়া পৌঁছে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের ও সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সঙ্গে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

এদিন বিকেল ৪টায় কোটালীপাড়া থেকে টুঙ্গিপাড়া উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশগ্রহণ করবেন তিনি। পরে টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। 

রোববার সকালে টুঙ্গিপাড়ায় ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে নিজ বাড়িতে বিশ্রাম নেবেন। এরপর দুপুর ১টায় ঢাকার উদ্দেশ্য রওনা করবেন তিনি।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *