সিলেটে ঝড় বৃষ্টি অব্যাহত, বাড়ছে সুরমাসহ বিভিন্ন নদীর পানি
সিলেটে ঝড় বৃষ্টি অব্যাহত, বাড়ছে সুরমাসহ বিভিন্ন নদীর পানি

বৃষ্টিপাতে সিলেটে নদনদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে কোনো নদীর পানি এখন পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি। এমন বৃষ্টি অব্যাহত থাকলে সিলেট সিটি করপোরেশনের বর্ধিত এলাকা ও জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে বন্যার শঙ্কায় পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছে সিলেট জেলা প্রশাসন। গত তিন দিনের অব্যাহত বৃষ্টিতে সিলেটে সুরমা, কুশিয়ারা, সারি, পিয়াইন, ধলাই, জাদুকাটাসহ ছোট-বড় সব নদীর পানি কিছুটা বেড়েছে। সুরমার পানি সীমান্তবর্তী কানাইঘাট পয়েন্টে অপরিবর্তিত থাকলেও বেড়েছে সিলেট পয়েন্টে। ঈদের দিনের (বৃহস্পতিবার) চেয়ে আজ শুক্রবার (৩০ জুন) সকাল ৯টার দিকে এ পয়েন্টের পানি ০.৩৮ সেন্টিমিটার বেড়েছে। এছাড়া কুশিয়ারা নদীরে তিন পয়েন্টেই (শেওলা, ফেঞ্চুগঞ্জ ও শেরপুর) বেড়েছে কিছুটা পানি।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কে›ন্দ্রের তথ্য মতে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সকল নদনদীসমূদের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আবহ্ওায়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী আগামাী ৭২ঘন্টায় দেশের উত্তর -পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এ সময় এ অঞ্চলের কতিপয় নদীসমূহের (সুরমা, কুশিয়ারা, যাদুকাাটা, সারিগোয়াইন, সোমেশ্বরি) পানি সমতল দ্রুত বৃদ্ধি পেয়ে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা জেলার কতিপয় নি¤œাঞ্চলে সৃষ্টি করতে পারে স্বপ্লমেয়াদী বন্যা পরিস্থিতির।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকায় সিলেটসহ সারা দেশে শুরু হওয়া ঝড়-বৃষ্টি ঈদুল আযহার দ্বিতীয় দিনে অব্যাহত থাকবে। এ দিন সিলেটের বিভিন্ন স্থানে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি।

Source link


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *