সিলেট নগরীর একটি ভবন থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে তালতলা এলাকার সুরমা টাওয়ারের ১২ তলায় শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী।
সিলেট এসওএস শিশুপল্লী সেন্টারে বেড়ে ওঠা ১৬ বছর বয়সী আরিফুল ইসলাম বাবু শিশুপল্লীর তত্ত্বাবধানে ওই ভবনে থাকতেন।
এসওএস শিশুপল্লী সেন্টারের প্রকল্প পরিচালক মো. ইউসুফ আলী জানান, আরিফুলের গ্রামের বাড়ি চট্টগ্রামে। সে ২০১১ সাল থেকে সিলেট এসওএস শিশুপল্লী সেন্টারে থাকত। সেখানে তার এক বড় বোনও রয়েছে।
আরিফুল এবার কারিগরী বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তাই সুরমা টাওয়ারের একটি রুমে তারা কয়েকজন বাস করছিল।
রুমমেটদের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক সুমন জানান, ঈদের দিন রুমমেটরা বাইরে ছিল। বিকাল থেকেই আরিফুলের রুম বন্ধ ছিল।
পরে রাত ১০টার দিকে রুমমেটরা ফিরে দরজা ভেতর থেকে তালাবদ্ধ দেখতে পান। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে মার্কেটের সিকিউরিটির সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা।
“তখন আরিফুলকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।”
পুলিশ পরিদর্শক সুমন বলেন, “পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে সে আত্মহত্যা করেছে। তবে কী কারণে করেছে তা এখনও জানা যায়নি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
আরিফুলের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
Source link