মো. মামুন প্রথম আলোকে বলেন, ‘আত্মবিশ্বাস ছিল সঠিকভাবে চাকরির প্রস্তুতি নিয়ে ভালো পরীক্ষা দিতে পারলে আমি চাকরি পাব। সিজিপিএ কোনো বিষয় নয়। যাঁরা বলেন সিজিপিএ-৩–এর নিচে থাকলে চাকরি পেতে সমস্যা হয়, তাঁদের কথা পাত্তা না দিয়ে আমি নিজের মতো করে পড়েছি। এ জন্য হয়তো চাকরি পাচ্ছি।’
লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২২৫ প্রার্থীকে সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করে গত মঙ্গলবার ফলাফল প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। মেধাতালিকায় ১৬৪তম হয়েছেন মো. মামুন।
মৌখিক পরীক্ষার বোর্ডে সিজিপিএ নিয়ে কিছু জিজ্ঞাসা করা হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে মো. মামুন বলেন, ‘তেমন কিছু জানতে চায়নি। শুধু জিজ্ঞেস করেছিল সিজিপিএ কম কেন? আমি বলেছিলাম, পারিবারিক সমস্যার কারণে প্রথম বর্ষে ঠিকমতো পড়তে পারিনি, তাই প্রথম বর্ষে সিজিপিএ কম আসে। প্রথম বর্ষে সিজিপিএ অনেক কম থাকায় আর বেশি বাড়াতে পারিনি। আর কিছু জিজ্ঞাসা করেনি।’
Source link