হজ চলাকালীন মহাকাশচারীর লেন্সে বন্দি মক্কা, দেখুন সেই ছবি – united arab emirates astronaut captured mecca from space during hajj yatra – GalachipaProtidin.Com
হজ চলাকালীন মহাকাশচারীর লেন্সে বন্দি মক্কা, দেখুন সেই ছবি – united arab emirates astronaut captured mecca from space during hajj yatra – GalachipaProtidin.Com

হজ যাত্রা চলাকালীন মহাশূন্য থেকে কেমন দেখতে লাগে পবিত্র শহর মক্কাকে? এবার সেই ছবিই প্রকাশ্যে আনলেন আরব মুলুকের এক নভশ্চর। মহাকাশ থেকে তোলা সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্টও করেন তিনি। মুহূর্তের মধ্যেই যা ভাইরাল হয়ে যায়।

সংযুক্ত আরব আমিরশাহীর ওই নভশ্চরের নাম সুলতান অল নেয়াদি। আরব মুলুকের প্রথম মহাকাশচারী হিসেবে ইতিমধ্যেই ইতিহাসের পাতায় নাম তুলেছেন তিনি। ছ’মাসের জন্য আন্তর্জাতিক স্পেস স্টেশনে রয়েছেন নেয়াদি।

ইসলাম ধর্ম অনুযায়ী, আরাফাতের মাধ্যমে শেষ হয় হজ যাত্রা। মহাকাশ থেকে তোলা পবিত্র শহর মক্কার ছবি পোস্টের সময় সেই বিষয়ের উল্লেখ করেছেন নভেশ্বর নেয়াদি। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, “আজকের আরাফাত দিবস হজযাত্রীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা মনে রাখতে হবে যে, বিশ্বাস শুধুমাত্র একটা ভাবাবেগ নয়। কাজেই এর প্রতিফলন ঘটে। এটা আমাদের সকলকে সহানুভূতি, নম্রতা ও ঐক্যের জন্য অনুপ্রাণিত করে।”
Hajj Yatra Heat Stroke: ৪২ ডিগ্রির মধ্যেই মক্কায় প্রার্থনা, হিটস্ট্রোকে আক্রান্ত হাজার হাজার হজযাত্রী

উল্লেখ্য, সম্প্রতি মহাশূন্যে হাঁটার অভিজ্ঞতাও লাভ করেছেন আমিরশাহীর নভশ্চর নেয়াদি। এর জন্য মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA-র থেকে ৫৫ ঘণ্টা ধরে বিশেষ একটি প্রশিক্ষণ নেন তিনি। টেক্সাসের জনসন স্পেস সেন্টারে তাঁর প্রশিক্ষণ সম্পন্ন হয়েছিল।

ইসলাম ধর্মের অবশ্য পালনীয় পাঁচটি কর্তব্যের মধ্যে অন্যতম হল পবিত্র হজ যাত্রা। জীবনে অন্তত একবার এই তীর্থযাত্রায় সামিল হওয়ার চেষ্টা করেন বিশ্বের তামাম মুসলিম সম্প্রদায়। গত কয়েক বছর কোভিড অতিমারীর জেরে হজ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছিল সৌদি আরবের প্রশাসন। এবার রেকর্ড পরিমাণ তীর্থযাত্রী হজে এসেছে বলে জানা গিয়েছে।
Hajj Yatra 2023: ‘শয়তানকে পাথর ছুড়ল’ লাখ লাখ তীর্থযাত্রী! হজে কেন পালিত হয় এই রীতি?

তবে চলতি বছরের হজে তীব্র তাপপ্রবাহের জেরে বিপাকে পড়েছেন তীর্থযাত্রীরা। এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত হিটস্ট্রোকের কারণে মোট তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। মৃতদের মধ্যে একজন ভারতীয় বলেো খবর মিলেছে।

প্রসঙ্গত, হজে বেশ কিছু রীতি নীতি পালন করেন ধর্মপ্রাণ মুসলিমরা। নিয়ম অনুযায়ী, তীর্থযাত্রীরা পবিত্র কাবা মসজিদ প্রদক্ষিণ করেন। এর পর মিনায় যান তাঁরা। সেখানে তিনটি স্তম্ভকে লক্ষ্য করে ‘শয়তানের উদ্দেশ্যে’ পাথর ছোড়া হয়। এর পর মক্কা সংলগ্ন আরাফাত পাহাড়ের দিকে যান তীর্থযাত্রীরা। সেখানে বিশেষ প্রার্থনায় অংশ নেন তাঁরা।
Hajj Mubarak 2023: হজে ভাঙল রেকর্ড, ইতিহাসে সবচেয়ে বেশি তীর্থযাত্রীর পা পড়ছে মক্কায়

সৌদি প্রশাসন সূত্রের দাবি, প্রবল গরমের কারণে গত ৪০ দিনে এক লাখের বেশি তীর্থযাত্রী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের একটি বড় অংশকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।

Source link


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *