হাতে কোরআন নিয়ে যা বললেন পুতিন – GalachipaProtidin.Com
হাতে কোরআন নিয়ে যা বললেন পুতিন – GalachipaProtidin.Com

ইউরোপে পবিত্র ঈদুল আজহার দিনে কোরআন পোড়ানোর অপরাধে নিন্দা জানিয়েছে মুসলিম বিশ্ব। ইরাকের বাগদাদে এ ইস্যুতে পুলিশের সঙ্গে হামলায় জড়িয়েছেন স্থানীয়রা।

এমন পরিস্থিতিতে মুসলমানদের পাশে দাঁড়িয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমা দেশগুলোকে খোঁচা দিয়ে তিনি বলেছেন, অনেক দেশে কোরআন অবমাননাকে অপরাধ হিসেবে বিবেচনা করা না হলেও রাশিয়ায় এটি গুরুতর অপরাধ।

এদিন মুসলিমদের পক্ষ থেকে একটি কোরআন শরিফ উপহার পেয়েছেন পুতিন।

nagad

গত বুধবার (২৮ জুন) বিভিন্ন দেশের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে রাশিয়াতেও। এদিন রুশ ফেডারেশনের স্বায়ত্ত্বশাসিত দাগেস্তান প্রজাতন্ত্রের ডারবেন্ট এলাকার ঐতিহাসিক জুমা মসজিদ পরিদর্শন যান পুতিন। সেখানে স্থানীয় মুসলিম প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন তিনি।

ওই সময় রুশ প্রেসিডেন্টকে কোরআনের একটি কপি উপহার দেন প্রতিনিধিরা। বিষয়টি নিশ্চিত করে ডারবেন্ট মিউজিয়াম প্রিজার্ভের পরিচালক ভেলি ফাতালিয়েভ বার্তা সংস্থা তাসকে বলেছেন, ‘আমরা প্রেসিডেন্টকে পবিত্র মক্কা থেকে আনা একটি কোরআন উপহার দিয়েছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন >>


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *