৩০ টাকা খরচ করে বাড়িতেই বানিয়ে নিন এই হেয়ার ক্রিম, ১ বার মাখলেই রুক্ষ চুল হবে রেশমের মতো নরম! – 3 homemade hair smoothening cream for healthier hair – GalachipaProtidin.Com
৩০ টাকা খরচ করে বাড়িতেই বানিয়ে নিন এই হেয়ার ক্রিম, ১ বার মাখলেই রুক্ষ চুল হবে রেশমের মতো নরম! – 3 homemade hair smoothening cream for healthier hair – GalachipaProtidin.Com

হেয়ার ক্রিম কী?

বিউটি ওয়ার্ল্ডে এই হেয়ার প্রোডাক্ট এখন বেশ জনপ্রিয়। বাজারচলতি এই ক্রিম আপনার চুলে প্রায় ম্যাজিকের মতো কাজ করে। বিভিন্ন নরিশিং উপাদান ব্যবহার করা হয় হেয়ার ক্রিমে। তাই তো চুলের যত্নে এই ক্রিমের জুড়ির মেলা ভার। তবে বাজারচলতি হেয়ার ক্রিম ব্য়বহার করার ইচ্ছা না থাকে, তাহলে বাড়িতেই বানিয়ে ফেলুন এই ক্রিম। বেশি ঝক্কির কাজ নয়। এদিকে প্রাকৃতিক উপাদান ব্য়বহার করার কারণে উপকারও পাবেন কয়েকগুণে বেশি।

হেয়ার ক্রিম চুলের উপর একটি সুরক্ষাস্তর তৈরি করে। চুলে আর্দ্রতার ঘাটতি পূমেটায়। তাই আর সময় নষ্ট না করে ঝটপট জেনে নিন, বাড়িতে এই হেয়ার ক্রিম কী ভাবে বানাবেন আপনি? প্রবন্ধে ৩ পদ্ধতির সন্ধান দেওয়া হল।

অলিভ অয়েল এবং ডিমের হেয়ার ক্রিম

এই হেয়ার ক্রিম তৈরি করার জন্যে আপনার প্রয়োজন ২ টেবিল চামচ অলিভ অয়েল এবং ২টি ডিম।

একটি পাত্রে অলিভ অয়েল নিন। এর সঙ্গে ২টি ডিমের সাদা অংশ মেশান। এই দুই উপকরণ ভালো করে মিশিয়ে নিন। আপনি চাইলে কোনও এসেনশিয়াল অয়েলও এই ক্রিমে মেশাতে পারেন।

আপনার হেয়ার ক্রিম তৈরি। শ্যাম্পু করার ৩০ মিনিট আগে আপনি এই হেয়ার ক্রিম চুলে লাগিয়ে নিন। সপ্তাহে ১-২দিন ব্যবহার করলেই উপকার পাবেন।

নারকেল দুধের হেয়ার ক্রিম

এই হেয়ার ক্রিম বানাতে আপনার প্রয়োজন ১ কাপ নারকেল দুধ এবং ১ চামচ লেবুর রস। বানানোর পদ্ধতিটি হল –

একটি পাত্রে নারকেলের দুধ নিন। তার সঙ্গে পরিমাণ মতো লেবুর রস মেশান। দুই উপকরণ ভালো করে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। তারপর তা ফ্রিজে রেখে দিন। শ্যাম্পু করার আগে চুলে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন।

অ্যালোভেরার হেয়ার ক্রিম

এই হেয়ার ক্রিমও চুলের জন্যে বেশ উপকারী। এর জন্য়ে আপনার প্রয়োজন অ্যালোভেরা জেল, ভিটামিন ই অয়েল এবং সামান্য পরিমাণে গোলাপ জল।

একটি পাত্রে এই ৩ উপকরণ ভালো করে মিশিয়ে নিন। তারপর সেটি আপনার চুলে লাগিয়ে নিন। স্ক্যাল্পেও মাসাজ করতে ভুলবেন না। ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা অপেক্ষা করে চুলে শ্যাম্পু করে নিন।

এই সম্বন্ধিত সাধারণ প্রশ্নের উত্তর (FAQ)

হেয়ার ক্রিম কি শ্য়াম্পুর পরেও ব্যবহার করা যায়?

চুলে শ্য়াম্পু করে পরিষ্কার করার পরে আপনি এই হেয়ার ক্রিম লাগাতে পারেন। কিন্তু হেয়ার ক্রিম লাগানোর পরেও আবার শ্যাম্পু করতে হবে।

সপ্তাহে কতদিন ব্যবহার করতে হবে?
এই হেয়ার ক্রিম সপ্তাহে ১-২ দিন চুলে লাগাতে পারেন।

কারা ব্যবহার করবেন না?
স্ক্যাল্পে কোনও সংক্রমণ থাকলে বা চুলের চিকিৎসা চললে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও হেয়ার ক্রিম ব্যবহার করবেন না।

আরও পড়ুন: সহজ ৭ কাজ করলেই পাবেন চিরতরুণ ত্বক, ৪০ বছরেও আপনাকে দেখে মনে হবে ২৫-এর তরুণী!

আরও পড়ুন: চুল পড়া থেকে মাথায় আঠা ভাব, সব সমস্যা থেকেই মুক্তি! শুধু চিকিৎসকের পরামর্শে করুন ৩ সহজ কাজ

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, এটি কোনও ওষুধ বা চিকিৎসার অঙ্গ নয় আরও বিস্তারিত জানতে হলে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নিন।​​

Source link


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *