16GB র‌্যাম, দুরন্ত প্রসেসর! বাহুবলী ফিচার নিয়ে হাজির আসুস জেনফোন 10 – asus zenfone 10 launched check price and specifications – GalachipaProtidin.Com
16GB র‌্যাম, দুরন্ত প্রসেসর! বাহুবলী ফিচার নিয়ে হাজির আসুস জেনফোন 10 – asus zenfone 10 launched check price and specifications – GalachipaProtidin.Com

বাজারে লঞ্চ হল Asus ZenFone 10। একগুচ্ছ ফিচার্স নিয়ে এসেছে এই স্মার্টফোন। জেনফোন 9 এর উত্তরসূরি হিসাবে লঞ্চ হয়েছে এই হ্যান্ডসেট। যা নিয়ে ইতিমধ্যে ব্যাপক শোরগোল নেটদুনিয়ায়ায়। গেমও মাল্টিটাস্কিংয়ের জন্য এতে রয়েছে 16GB র‌্যাম। এ ছাড়াও থাকছে হাই-এন্ড প্রসেসর।তাইওয়ানের সংস্থার আসুস তাদের নতুন স্মার্টফোনের 3টি ভেরিয়েন্ট বাজারে এনেছে। যেগুলি হল 8GB+128GB, 8GB+256GB এবং 16GB+512GB। বহু ইউজারদের হাই-এন্ড র‌্যাম এবং স্টোরেজের চাহিদা থাকে। তাদের ইচ্ছা পূরণ করেছে এই স্মার্টফোন।
Asus Rog Phone 7 : হাই-এন্ড গেমিংয়ের জন্য 16 জিবি র‌্যাম! তুখোড় লুকে মন জিতে নেবে আসুস রগ ফোন 7 সিরিজ
Asus ZenFone 10 পাওয়া যাবে একাধিক রংয়ের সঙ্গে – স্টারি ব্লু, কমেট হোয়াইট, এক্লিপসে রেড, অরোরা গ্রিন এবং মিডনাইট ব্ল্যাক। ভারতীয় মুদ্রায় এই স্মার্টফোনের দাম 71,260 টাকা (8GB+128GB), 75,714 টাকা (8GB+256GB) এবং 82,851 টাকা (16GB+512GB)।

ইউরোপের দেশগুলিতে এই ফোনের বিক্রি ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে। তবে ভারতে এটি বিক্রি হবে কিনা সেই বিষয়ে খোলসা করেনি আসুস। এক নজরে ফোনের কিছু স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।
Realme Narzo 60 : 1TB-র বিশাল স্টোরেজ, রাখা যাবে 2.5 লাখ ফটো! কী ফিচার আনছে রিয়েলমি নারজো?
Asus ZenFone 10 এর ফিচার্স

স্মার্টফোনে ডিসপ্লে রয়েছে 5.9 ইঞ্চি ফুল HD+ AMOLED (রেজোলিউশন 2,400×1,080 পিক্সেল)। স্ক্রিন নিরাপদ রাখবে গোরিলা গ্লাস ভিক্টাস। সঙ্গে মিলবে 144 হার্টজ রিফ্রেশ রেট। ক্যামেরার ক্ষেত্রে রয়েছে Sony IMX766 সেন্সর যুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সঙ্গে সিক্স অ্যাক্সিস গিম্বল স্টেবিলাইজেসন। এই ক্যামেরার সঙ্গে থাকছে 13 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর।

ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে মিলবে 32 মেগাপিক্সেল ক্যামেরা সঙ্গে RGBW প্রযুক্তি। গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য এতে রয়েছে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর। সর্বোচ্চ 16GB র‌্যাম এবং 512GB স্টোরেজ সাপোর্ট করে এই ফোনে।
iQOO Neo 7 Pro : 8 মিনিটে 50% চার্জ! আইকিউ-র সামনে ধরাশায়ী ওয়ানপ্লাস, নাথিং
অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে মিলবে অ্যান্ড্রয়েড 13। ক্যামেরা এবং স্টোরেজ ছাড়াও স্মার্টফোনের আরও একটি চমক তার ব্যাটারি। যেখানে মিলবে 4,300mAh ব্যাটারি এবং 30 ওয়াট ফাস্ট চার্জিং। এ ছাড়া 15 ওয়াট ওয়্যারলেস চার্জিংও পাওয়া যাবে বলে জানিয়েছে আসুস যা এর আগের মডেল আসুস জেনফোন 9 এ পাওয়া যায়নি।

সংস্থার দাবি, 1.5 মিটার পর্যন্ত জলে থাকলেও কোনও ক্ষতি হবে না স্মার্টফোনের। ধুলো-বালি থেকে সুরক্ষিত রাখতে রয়েছে IP68 রেটিং। কানেক্টিভিটির ক্ষেত্রে 5G, 4G VolTE, USB টাইপ-সি কেবিল, স্মার্টফোনের ওজন রয়েছে 172 গ্রাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন >>


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *