Asus ZenFone 10 পাওয়া যাবে একাধিক রংয়ের সঙ্গে – স্টারি ব্লু, কমেট হোয়াইট, এক্লিপসে রেড, অরোরা গ্রিন এবং মিডনাইট ব্ল্যাক। ভারতীয় মুদ্রায় এই স্মার্টফোনের দাম 71,260 টাকা (8GB+128GB), 75,714 টাকা (8GB+256GB) এবং 82,851 টাকা (16GB+512GB)।
ইউরোপের দেশগুলিতে এই ফোনের বিক্রি ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে। তবে ভারতে এটি বিক্রি হবে কিনা সেই বিষয়ে খোলসা করেনি আসুস। এক নজরে ফোনের কিছু স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।
Asus ZenFone 10 এর ফিচার্স
স্মার্টফোনে ডিসপ্লে রয়েছে 5.9 ইঞ্চি ফুল HD+ AMOLED (রেজোলিউশন 2,400×1,080 পিক্সেল)। স্ক্রিন নিরাপদ রাখবে গোরিলা গ্লাস ভিক্টাস। সঙ্গে মিলবে 144 হার্টজ রিফ্রেশ রেট। ক্যামেরার ক্ষেত্রে রয়েছে Sony IMX766 সেন্সর যুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সঙ্গে সিক্স অ্যাক্সিস গিম্বল স্টেবিলাইজেসন। এই ক্যামেরার সঙ্গে থাকছে 13 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর।
ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে মিলবে 32 মেগাপিক্সেল ক্যামেরা সঙ্গে RGBW প্রযুক্তি। গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য এতে রয়েছে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর। সর্বোচ্চ 16GB র্যাম এবং 512GB স্টোরেজ সাপোর্ট করে এই ফোনে।
সংস্থার দাবি, 1.5 মিটার পর্যন্ত জলে থাকলেও কোনও ক্ষতি হবে না স্মার্টফোনের। ধুলো-বালি থেকে সুরক্ষিত রাখতে রয়েছে IP68 রেটিং। কানেক্টিভিটির ক্ষেত্রে 5G, 4G VolTE, USB টাইপ-সি কেবিল, স্মার্টফোনের ওজন রয়েছে 172 গ্রাম।
Source link