১৪ বছর অপেক্ষার পর সাফের সেমিফাইনালে যেতে পেরেছিল বাংলাদেশ। কিন্তু শেষ রক্ষা হলো না। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াতেই বাংলাদেশ খেই হারায়। ১০৫ মিনিটের একমাত্র গোলটি বাংলাদেশকে সাফ থেকে বিদায় করে দিয়েছে।
অতিরিক্ত সময়ে প্রথমার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে গোল হজম করে বসে বাংলাদেশ। গোল করেন কুয়েতের আবদুল্লাহ আল বুলুশি। ওই এক গোলেই সাফের সেমিফাইনাল থেকে বিদায় হয়ে গেছে বাংলাদেশের। লাল সবুজ জার্সিধারীদের স্বপ্ন ভেঙে ফাইনালে উঠে গেছে কুয়েত।
র্যাঙ্কিংয়ে কুয়েতের অবস্থান ১৪১তম। বাংলাদেশের ১৯২। তার পরেও কুয়েতের সঙ্গে সমানে সমান লড়েছে বাংলাদেশ। এখন তো দ্বিতীয় মিনিটে মোরসালিনের মিস হওয়া সুবর্ণ সুযোগটিই বাংলাদেশকে পোড়াচ্ছে।
Source link