অ্যাপ না খুলেই দেখা যাবে কত দূরে রয়েছে Uber ক্যাব! অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য দুর্দান্ত খবর|| Google at a glance facility now you can get information about your uber cab without opening the app. – News18 Bangla
অ্যাপ না খুলেই দেখা যাবে কত দূরে রয়েছে Uber ক্যাব! অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য দুর্দান্ত খবর|| Google at a glance facility now you can get information about your uber cab without opening the app. – News18 Bangla

জনপ্রিয় সার্চ ইঞ্জিন Google-এর ‘At A Glance’ উইজেট কোনও একটি অ্যাপ না খুলেই আবহাওয়া, সময় এবং আসন্ন ইভেন্টের মতো বিভিন্ন ধরনের তথ্য সহজে দেখার জন্য খুবই উপযোগী। জনপ্রিয় টেক জায়ান্ট কোম্পানি বছরের পর বছর ধরে এই উইজেটে অনেক নতুন ফিচার যুক্ত করেছে।

সম্প্রতি জানা গিয়েছে যে, এর মধ্যে আরও একটি নতুন ফিচার যুক্ত হতে চলেছে। অ্যান্ড্রয়েড ইউজাররা খুব তাড়াতাড়ি ব্যবহার করতে পারবেন নতুন এই ফিচার। এক নজরে দেখে নেওয়া যাক জনপ্রিয় সার্চ ইঞ্জিন Google-এর ‘At A Glance’ উইজেটের নতুন এই ফিচারের সমস্ত খুঁটিনাটি।

জানা গিয়েছে যে, জনপ্রিয় সার্চ ইঞ্জিন Google-এর ‘At A Glance’ উইজেট থেকে Uber রাইড সংক্রান্ত তথ্যও পাওয়া যাবে। শুনতে আজব লাগলেও, এমনই নতুন এক ফিচার আসতে চলেছে, যা ইউজারদের রাইড সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে প্রস্তুত। ইউজাররা ‘At A Glance’ উইজেটের নতুন এই ফিচারের মাধ্যমে দেখতে পাবেন তাঁদের ক্যাব কোথায় পৌঁছেছে। 9to5Google-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, উইজেট সেটিংস পেজের পিক্সেল ডিভাইসে ‘Ridesharing’ নামে একটি নতুন বিকল্প দেখা গিয়েছে। অর্থাৎ জনপ্রিয় সার্চ ইঞ্জিন Google-এর ‘At A Glance’ উইজেট থেকে ইউজাররা রাইড সংক্রান্ত তথ্যও পেয়ে যাবেন।

ইউজাররা এই ফিচারের মাধ্যমে Uber অ্যাপ চালু না করেও তাঁদের ক্যাব কতদূর তা দেখতে সক্ষম হবেন। জানা গিয়েছে যে, প্রথমে পিক্সেল ডিভাইসে এই ফিচার দেওয়া হবে। এই মুহুর্তে এটি জানা যায়নি যে, গুগল কবে এই ফিচার সমস্ত ইউজারের জন্য চালু করবে। এমন পরিস্থিতিতে বেশ কিছু ইউজারকে আরও কিছু সময় অপেক্ষা করতে হতে পারে।

বর্তমানে, উইজেট বিভিন্ন ধরনের আসন্ন ইভেন্ট, ফ্লাইট বোর্ডিংয়ের সময়, আবহাওয়ার আপডেট এবং বিভিন্ন ধরনের অ্যালার্ট প্রদান করে। ইউজাররা যদি নিজেদের ফোনের হোম স্ক্রিনে একটি উইজেট রাখতে চান, তাহলে তাঁকে স্ক্রিনের যে কোনও খালি জায়গায় ট্যাপ করতে হবে। তারপর নিচের দিকে থাকা Widgets-এর অপশন দেখতে পাওয়া যাবে।

আরও পড়ুন: দুই ফোনেই ৮ জিবি RAM! Samsung Galaxy A54 5G ফোন ও Oneplus Nord Ce Lite-এর মধ্যে সেরা কোনটা?

জনপ্রিয় সার্চ ইঞ্জিন Google, সম্প্রতি তাদের ম্যাপে ‘স্ট্রেট ভিউ ফিচার’ যুক্ত করেছে। এখন এটি ভারতের বিভিন্ন জায়গায় চালু করা হয়েছে। এটির সাহায্যে একটি বাস্তব চিত্রের মাধ্যমে যে কোনও জায়গার অবস্থান ৩৬০ ডিগ্রিতে দেখা যাবে। এই ফিচারটি বেঙ্গালুরুতে পাইলট প্রকল্পের ভিত্তিতে শুরু করা হয়েছিল।

Published by:Ankita Tripathi

First published:

Tags: Android, Uber


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *