বুধবার হাসপাতালের কোভিড ইউনিটের ফোকালপারসন মহিউদ্দিন খান মুন জানান, মৃত দুজন কোভিডে আক্রান্ত ছিলেন।
মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার এ এফ এম সিদ্দিক (৬০) এবং নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার দুলাল পাল (৬০)।
ফোকালপারসন মহিউদ্দিন বলেন, বর্তমানে আইসিইউতে চারজনসহ কোভিড ইউনিটে মোট ২৬ জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে আটজন পজেটিভ। কোভিড ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।
এদিকে, জেলা সিভিল সার্জন মো. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১০১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১০ জনের কোভিড শনাক্ত হয়েছে।
Source link