রাশিয়াকে ‘প্রাণঘাতী সহায়তা’ দেবে না চীন, বললেন ব্লিংকেন
রাশিয়াকে ‘প্রাণঘাতী সহায়তা’ দেবে না চীন, বললেন ব্লিংকেন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

শি জিনপিং ও অ্যান্টনি ব্লিঙ্কেনের করমর্দন

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংএর সাথে বেজিং-এ এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ইউক্রেনের সাথে যুদ্ধে রাশিয়াকে কোন ‘প্রাণঘাতী সহায়তা’ দেবে না চীন।

বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে মি. ব্লিঙ্কেন এ কথা বলে যোগ করেন যে “চীনের এ অঙ্গীকারের কথা সাম্প্রতিক সপ্তাহগুলোতে বার বার জানানো হয়েছে, শুধু যুক্তরাষ্ট্র নয়, অন্যান্য দেশকেও।”

তবে মি. ব্লিঙ্কেন বলেন, “চীনের কিছু প্রাইভেট কোম্পানির” ব্যাপারে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন, যারা হয়তো কিছু সহায়তা দিচ্ছে যার উদ্দেশ্য স্পষ্টতই ইউক্রেনে রুশ সামরিক সক্ষমতা বাড়ানো।”

তিনি বলেন প্রেসিডেন্ট শি এবং চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই – উভয়ের সাথেই তার কথোপকথন ছিল “জোরালো” – এবং তাতে “ইউক্রেনে রুশ আগ্রাসী যুদ্ধ” থেকে শুরু করে আমেরিকার ফেন্টানিল সংকট পর্যন্ত সবই অন্তর্ভুক্ত ছিল।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *