‘আমাদের সমস্যা আমরাই সমাধান করিব…’
মাসখানেক আগে কুড়িগ্রাম গিয়েছিলাম একটি আলোচনা অনুষ্ঠানে। অনুষ্ঠানের বাইরে সেখানে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে আলাপ হয়। তাঁদের কেউ আওয়ামী লীগের সমর্থক, কেউ বিএনপির সমর্থক, আবার কেউবা নিঃসঙ্গ বামধারার পতাকা ধরে আছেন। আলোচনা প্রসঙ্গে তাঁরা জানালেন, কুড়িগ্রামে রাজনৈতিক হানাহানি নেই।
বিভিন্ন জাতীয় দিবসে যে যাঁর কর্মসূচি পালন করেন, সমস্যা হয় না। এক দলের নেতারা অন্য দলের কোনো নেতা-কর্মী বিপদে পড়লে এগিয়েও আসেন। শত শত বছর তাঁরা একসঙ্গে বাস করে আসছেন, কখনো এক পাতে খানও। সবকিছু দলীয় চশমা দিয়ে দেখতে চান না তৃণমূলের এসব নেতা-কর্মী।
বিস্তারিত পড়ুন
Source link