তখন শীতকাল চলছে। কনকনে শীত। রাতের সম্বল হলো কম্বল। তাই অনেকেই নতুন নতুন কম্বল কিনতে আসছেন বাজারে। দরদাম নিয়ে চলছে ক্রেতা-বিক্রেতার আলাপ।
ক্রেতা : ভাই, কম্বল কত?
বিক্রেতা : স্যার, কয়টা নিবেন?
ক্রেতা : কম্বল কেউ কি এক কুড়ি কিনে নাকি?
বিক্রেতা : না, মানে যদি বেশি নেন তাহলে দাম কিছুটা কম হবে। তাছাড়া পরিবারের সদস্য বেশি হলে তো বেশি কিনতে হবে। তাই না?
ক্রেতা : একটির দাম বলেন।
বিক্রেতা : একটি নিলে পাঁচ হাজার টাকা লাগবে।
ক্রেতা : হাজার বাদ দিলে হয় না?
বিক্রেতা : মানে চার হাজার নাকি?
ক্রেতা :- আরে না ভাই, পাঁচশত টাকা।
এবার বিক্রেতা রেগে গিয়ে বলল, ‘কম্বল কিনতে আইছেন পাঁচশত টাকা দিয়া! মাগনা নিয়া নেন!
ক্রেতাও চালাক বেশি। খুশি মনে বলল, ‘মাগনা দিবেন যেহেতু দুইটা দেন।’
সুনামগঞ্জ সরকারি কলেজ, সুনামগঞ্জ।
Source link