আফগানিস্তান সিরিজের প্রস্তুতি শুরু – GalachipaProtidin.Com
আফগানিস্তান সিরিজের প্রস্তুতি শুরু – GalachipaProtidin.Com

ঈদের আমেজ থাকতেই আফগানিস্তান সিরিজের প্রস্তুতি শুরু হয়ে গেল। ঈদুল আজহার ছুটি শেষ। আফগানিস্তান ক্রিকেট দল শনিবার বিকালে চলে এসেছে। তার আগে সকালে ওয়ানডে সিরিজের ভেন্যু চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। সাদা পোশাকে আফগানিস্তানকে উড়িয়ে দেওয়া বাংলাদেশের এবার রঙিন পোশাকে আলো ছড়ানোর পালা। এই সিরিজকে বিশ্বকাপের সেরা প্রস্তুতি হিসাবে দেখছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কাল সন্ধ্যায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফ্লাডলাইটে অনুশীলন করেছে বাংলাদেশ দল। ঈদের ছুটি যে যার মতো কাটিয়েছেন ক্রিকেটাররা। অধিকাংশ ক্রিকেটার পরিবার-পরিজনের সঙ্গে নিজের এলাকায় ঈদ কাটিয়েছেন।

বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান এবারও ঈদ করেছেন মাগুরায় বাবা-মা, স্ত্রী-সন্তানদের নিয়ে। কদিন আগে কানাডা থেকে স্ত্রী-সন্তানসহ দেশে ফেরা সাকিব বুধবার মাগুরায় যান। সেখানে বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা দিয়েছেন। বাল্যবন্ধু খান নয়নের সঙ্গে টংয়ের দোকানে বসে চা খেয়েছেন। মাগুরায় তিনি একাধিক গরু কুরবানি করেছেন। সিনিয়রদের মধ্য শুধু মুশফিকুর রহিম ঢাকায় ঈদ করেছেন। যদিও মুশফিক কুরবানি দিয়েছেন বগুড়াতে। জাতীয় দলের বাইরে থাকা মাহমুদউল্লাহ পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গেছেন। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ছবি দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ সূচি পোস্ট করেছেন। ঈদের পর তাকে ঢাকায় ফিরতে হয়নি। নিজের শহর চট্টগ্রামে পরিবারের সঙ্গে ঈদ করেছেন। ঈদের আগের দিন চট্টগ্রামের ভাষায় গরুর দাম জিজ্ঞেস করা একটি পোস্টও শেয়ার করেন তিনি। ঢাকায় অনুশীলনে তার কোমরের ব্যথা বেড়ে যায়। বিশ্রাম নিয়ে তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন।

সাবেক অধিনায়ক ও সংসদ-সদস্য মাশরাফি মুর্তজা বরাবর নড়াইলে ঈদ করেন। ফেসবুকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মাশরাফি লেখেন, ‘ঈদুল আজহা মোবারক! এই আনন্দের দিনে ত্যাগ, ঐক্য এবং কৃতজ্ঞতার চেতনা আপনার হৃদয়কে আশীর্বাদে পূর্ণ করুক। সবাইকে ঈদ মোবারক।’

মেহেদী হাসান মিরাজ এবার খুলনায় ঈদ না করে নানাবাড়ি বরিশালে সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন। ঈদের আগে গ্রামের ছেলের সাজে একটি ছবি পোস্ট করেছিলেন মিরাজ। নদীর পাড়ে দাঁড়ানো মিরাজের পরনে ছিল লুঙ্গি, গায়ে টি শার্ট, মাথায় গামছা। ঈদের দিন মিরাজ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন, ‘সুখ-শান্তি, সম্প্রীতির জয়গানে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক কোটি প্রাণে। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।’

মুমিনুল হক নিজ শহর কক্সবাজারে বাবা-মা ও স্ত্রীসহ পরিবারের সঙ্গে ঈদ করেছেন। গ্রাম ছাড়া যেন ভালোই লাগে না বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানের। বরাবরের মতো এবারও তিনি সাতক্ষীরায় ঈদ উদ্যাপন করেছেন। এছাড়া দুর্দান্ত ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত রাজশাহীতে, তাইজুল ইসলাম নাটোরে ঈদ উদ্যাপন করেছেন। তাসকিন আহমেদ বাবা-মা,

স্ত্রী-সন্তানদের নিয়ে ঢাকায় ঈদ করেছেন কুরবানি দিয়েছেন। ক্রিকেটারদের সামনে এবার আফগান-চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ অতিক্রম করে বিশ্বকাপে খেলতে যেতে চায় বাংলাদেশ। চট্টগ্রামে বুধবার প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে তিন ম্যাচের সিরিজ।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *