আবারও এফএও প্রধান কিউ ডংইউ – GalachipaProtidin.Com
আবারও এফএও প্রধান কিউ ডংইউ – GalachipaProtidin.Com

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক হিসাবে কিউ ডংইউ পুনরায় নির্বাচিত হয়েছেন। এফএও সম্মেলনের ৪৩তম অধিবেশন চলাকালীন রোববার দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন তিনি।

এফএও মহাপরিচালকের ভূমিকার জন্য তিনিই একমাত্র প্রার্থী ছিলেন। রোমে একটি ব্যালটে ১৮২ ভোটের মধ্যে ১৬৮টি ভোট পান কিউ। ২০১৯ সালের জুন মাসে কিউ প্রথম জাতিসংঘের সংস্থার প্রধান হিসাবে নির্বাচিত হন। এই পদে দায়িত্ব পালনকারী প্রথম চীনা নাগরিক ছিলেন তিনি। দায়িত্ব গ্রহণের পর থেকে বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলার কাজে অংশ নেন কিউ। বিশেষ করে উন্নয়নশীল দেশের খাদ্য ও কৃষি উন্নয়নে অবদান রাখতে জাতিসংঘের ‘খাদ্য ও কৃষি সংস্থা’র নেতৃত্ব দেন। সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে। যার সদর দপ্তর ইতালির রোমে। যা বিশ্বব্যাপী খাদ্য ও কৃষি নীতি বিনিময়, মান-সেটিং, তথ্য সংগ্রহ ও পরিসংখ্যানে বিশেষ ভূমিকা পালন করে।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *