কলেজের ফেসবুক পেজে পর্নো ভিডিও আপলোড, থানায় জিডি
কলেজের ফেসবুক পেজে পর্নো ভিডিও আপলোড, থানায় জিডি

কলেজের ফেসবুক পেজে পর্নো ভিডিও আপলোড, থানায় জিডি

নিউজ ডেস্ক: কুষ্টিয়ায় একটি সরকারি কলেজের ফেসবুক পেজে পর্নো ছবি ও ভিডিও আপলোড করা হয়েছে৷ এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আরটিভি

পেজটি হ্যাক করে এসব ভিডিও ও ছবি আপলোড করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মিরপুর থানায় কলেজ কর্তৃপক্ষ সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত করেছে।

জানা গেছে, গত ২৮ মে থেকে পেজটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়। সে সময় থেধকেই পেজটিতে হ্যাকাররা নানা রকম আপত্তিকর ছবি ভিডিও আপলোড করে চলেছে। এ বিষয়ে আইনশৃংখলা বাহিনী ও পুলিশের ক্রাইম ইউনিয়টের সাথে যোগাযোগ করেও গত এক মাসে এর কোন সুরাহা হয়নি।

কলেজের রসায়ন বিভাগের শিক্ষক হাফিজুর রহমান বলেন, করোনাকালে কলেজ বন্ধ থাকায় অনলাইন ক্লাস চালু রাখার জন্য ‘আমলা সরকারি কলেজ, মিরপুর, কুষ্টিয়া’ একটি ফেসবুক পেজ খোলা হয়। অনলাইন ক্লাস আপলোড ও কলেজের প্রয়োজনীয় তথ্য এই পেজের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয়। কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এই পেজের সঙ্গে যুক্ত আছেন। গত ২৮ মে হ্যাক হওয়ার বিষয়টি বুঝতে পারি। হ্যাক হওয়ার পর থেকে অশ্লীল ছবি-ভিডিও আপলোড হতে থাকে। কলেজের অফিসিয়াল ফেজবুক পেজে এ ধরনের ভিডিও-ছবি দেখে শিক্ষক, ছাত্র ও অভিভাবকদের সবাই বিব্রত। বিষয়টি নিয়ে অনেকে হাসাহাসি করছেন। এতে করে কলেজের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে।

আমলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. বাদশা জাহাঙ্গীর বলেন, হ্যাক হওয়ার বিষয়টি জানার পর মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরে কুষ্টিয়া পুলিশের ক্রাইম ইউনিটের সঙ্গে যোগাযোগ করেও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। বিষয়টি নিয়ে শিক্ষর্থী-অভিভাবকদের কাছ থেকে নিয়মিত ফোন পাচ্ছি।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছে। বিষয়টি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে অবগত করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষকেও তাদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *