বৈশ্বিক অর্থনৈতিক সংকট, ডলার সংকটসহ বিভিন্ন কারণে কন্টেইনার হ্যান্ডলিং কম হলেও সামগ্রিক বিবেচনায় সদ্য শেষ হওয়া অর্থ বছরে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা কমেনি বলে কর্মকর্তারা মনে করছেন।
চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে এটাকে কম মনে করি না আমরা। বৈশ্বিক মন্দা, ডলার সংকটসহ বিভিন্ন কারণে গত অর্থ বছরে আমদানির কন্টেইনার হ্যান্ডলিং কমেছে। এতে আমাদের সক্ষমতা কম বলা যাবে না।
“এখনও কন্টেইনার রাখার ক্ষেত্রে ৩০ শতাংশ জায়গা আমাদের খালি রয়েছে। ইক্যুইপমেন্টও পর্যাপ্ত রয়েছে। সুতরাং আমরা এর চেয়ে অনেক বেশি হ্যান্ডলিং করতে সক্ষম।”
বন্দর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শেষ হওয়া অর্থবছরে চট্টগ্রাম বন্দরে কার্গো হ্যান্ডলিং হয়েছে ১১ কোটি ৮২ লাখ ৯৬ হাজার ৭৪৩ মেট্রিক টন। ২০২১-২০২২ অর্থ বছরে এই পরিমাণ ছিল ১১ কোটি ৮১ লাখ ৭৪ হাজার ১৬০ টন।
Source link