যশোরে কোটি টাকায় চামড়া বেচাকেনা
ঈদের দিন দুপুর থেকে পরদিন শুক্রবার দুপুর পর্যন্ত যশোরের রাজারহাট মোকামে কোটি টাকার চামড়া বেচাকেনা হয়েছে। তবে মৌসুমি ব্যবসায়ীরা এবারও চামড়ার ন্যায্য দাম না পেয়ে হতাশ হয়েছেন।
গত শুক্রবার রাজারহাট মোকামে গিয়ে দেখা গেছে, আড়তদারেরা চামড়া কিনে তাতে লবণ দিয়ে সংরক্ষণ করছেন। এই মোকামে ফড়িয়া মো. ওয়াসিম বলেন, ‘ঈদের দিন ১৫টি গরুর চামড়া কিনে বিক্রি করেছি। ৩০০-৫০০ টাকা দরে বিক্রি করতে হয়েছে। গত বছরের তুলনায় এ বছর দাম কম পেলাম। যে দামে কেনা সেই দামেই বিক্রি করতে হয়েছে।’
আড়তদার গিয়াস উদ্দীন বলেন, ‘ঈদের দিন দুপুর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত তিন হাজার গরুর চামড়া কিনেছি। সংরক্ষণ খরচ বেশি পড়ে যাচ্ছে। ট্যানারির মালিকেরা তো বেশি দাম দেবেন না। যে কারণে বেশি দামে চামড়া কেনা যাচ্ছে না।’
বৃহত্তর যশোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দীন মুকুল প্রথম আলোকে বলেন, শুক্রবার দুপুর পর্যন্ত অন্তত ১০ হাজার গরু ও ৩০ হাজার ছাগলের চামড়া এসেছে, যা কোটি টাকায় বেচাকেনা হয়েছে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর সিলেট, যশোর ও শেরপুর (বগুড়া) প্রতিনিধি]
Source link