বাংলাদেশি বন্ধুদের ঈদের শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা
বাংলাদেশি বন্ধুদের ঈদের শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা

গত ডিসেম্বরে ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর নিঃস্বার্থ ভালোবাসা ও অকুণ্ঠ সমর্থনের জন্য বাংলাদেশের ফুটবলপ্রেমীদের অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছিল আর্জেন্টিনা। গত ছয় মাসে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশি বন্ধুদের আলাদা করে ঈদের শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা জাতীয় দল।

বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার দিনে মেসি, দি মারিয়াদের ছবিসহ একটি কার্ড নিজেদের অফিশিয়াল অ্যাকাউন্টে পোস্ট করে বাংলাদেশকে ঈদের শুভেচ্ছা জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। শুভেচ্ছা বার্তায় লেখা ছিল, ‘বাংলাদেশের সব বন্ধুদের আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ মোবারক। এই উৎসব হোক ভালোবাসা, শান্তি ও প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া স্মরণীয় মুহূর্ত।’

এদিকে ঈদের দিনে প্রকাশিত সবশেষ ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ খেলে সেমিফাইনালে জায়গা করে নিলেও বাংলাদেশ রয়েছে আগের মতো ১৯২তম স্থানে। তবে অবস্থানের নড়চড় না হলেও মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে জয়ের সুবাদে র‌্যাংকিংয়ে ৫.৬২ পয়েন্ট বেড়েছে বাংলাদেশের (৮৮৯.৫)। ১৮৪৩.৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনার বেড়েছে ২.৮০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্স ১৮৪৩.৫৪ পয়েন্ট নিয়ে মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। তৃতীয় স্থান ধরে রাখলেও ৫.৯৪ পয়েন্ট কমেছে ব্রাজিলের (১৮২৮.২৭)। একধাপ এগিয়ে চারে উঠেছে ইংল্যান্ড। বিপরীতে একধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছে বেলজিয়াম।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *