থাইল্যান্ডে অনুষ্ঠিত ষষ্ঠ হিরোজ তায়কোয়ান্দো আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে দুটি স্বর্ণসহ সাতটি পদক জিতেছে বাংলাদেশ। বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের ব্যবস্থাপনায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে দুই দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযেগিতায় একক ইভেন্টে ইশরাক রাইয়ান দীপ্র এবং দলীয় ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন দীপ্র, সামির ইয়াসার ও মুহতাশিম ইসলাম। রুমকি সিদ্দিকা রুপা এবং মুহতাশিম ইসলাম, আসিফা আনায়া খান, আরমান আলীম ও সমীর ইয়াসার মাওলা একটি করে ব্রোঞ্জপদক জেতেন। ব্যাংকক থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য জানান বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা।
Source link