বাজার কাঁপাতে আসছে ডিসকভার ১৫০ মডেল – GalachipaProtidin.Com
বাজার কাঁপাতে আসছে ডিসকভার ১৫০ মডেল – GalachipaProtidin.Com

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাজাজের ডিসকভার সিরিজের মোটরসাইকেল ভক্তদের জন্য সুখবর! শিগগিরই ১৫০ সিসির ডিসকভার মডেল আনছে ভারতীয় অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠানটি। নতুন ডিসকভার ১৫০ সিসির মডেল হবে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত।

ডিসকভার ১৫০ মডেল আসছে অ্যাগ্রেসিভ ডিজাইনে। এতে থাকবে হাই-টেক ফিচার।

ভারতের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ডিসকভার নতুন মডেল আসবে বাজাজ ডিসকভার ১৫০ নামে। এর আগে বাজাজ ১২৫ সিসির ডিসকভার মডেল তৈরি করেছিল।

নতুন ডিসকভার ১৫০ মডেলে ১৫০ সিসির শক্তিশালী ইঞ্জিন থাকার কথা রয়েছে। এতে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা এবিএস প্রযুক্তি দিতে পারে বাজাজ।

dbbl mobile

এছাড়াও নতুন ডিসকভারের লাইটিং সিস্টেম হবে সম্পূর্ণ এলইডি। এতে ডিজিটাল ইনস্ট্রুমেন্টাল কনসোল থাকবে।

৫ স্পিড গিয়ারবক্সে বাইকটি বাজারে আসবে। এর ইঞ্জিনের কুলিং সিস্টেম হবে এয়ার কুলড। কার্বুরেটর ইঞ্জিনে বাইকটি বাজারে আসতে পারে।

বাজার কাঁপাবে টিভিএস এর নতুন বাইক, যেমন মাইলেজ তেমনই দারুন সব ফিচার

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন >>


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *