স্বচ্ছতা ও জবাবদিহির কথা উল্লেখ করে মেয়র প্রার্থী মুরশিদ আলম ইশতেহারে বলেন, সিটি করপোরেশনে প্রতিটি কাজ কখন, কীভাবে, কার মাধ্যমে করা হচ্ছে, তা সব নাগরিক জানবে। নাগরিকসহ সবার জন্য নগর ভবন উন্মুক্ত থাকবে।
নারীদের জন্য নারীবান্ধব গণপরিবহন চালু করা হবে জানিয়ে মুরশিদ আলম বলেন, নারীদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় রাজশাহীতে নারীদের জন্য বিশেষ পরিবহন সার্ভিসের ব্যবস্থা করা হবে। এতে করে নারীদের গণপরিবহনে হয়রানি বন্ধ হবে। এ ছাড়া নারীদের কর্মসংস্থান করা হবে এবং উদ্যোক্তা হওয়ার মতো অনুকূল পরিবেশ তৈরি করা হবে।
শব্দদূষণ রোধ ও মশকনিধক করবেন জানিয়ে মুরশিদ আলম বলেন, ২০০৬ সালের শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার আলোকে রাজশাহী শহরে শব্দদূষণ রোধ করবেন। এ জন্য তিনি যানবাহনে হাইড্রোলিক হর্ন সম্পূর্ণ নিষিদ্ধ করবেন। এ জন্য একটি শব্দদূষণ নিয়ন্ত্রণ বোর্ড প্রতিষ্ঠা করবেন। মশকনিধনে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। এ জন্য প্রতিদিনই মহল্লাভিত্তিক পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রম পরিচালনা করা হবে।
Source link