লোকদেখানো সৌন্দর্যের চেয়ে নিজের ভালোলাগাটাই মুখ্য: জাহ্নবী – GalachipaProtidin.Com
লোকদেখানো সৌন্দর্যের চেয়ে নিজের ভালোলাগাটাই মুখ্য: জাহ্নবী – GalachipaProtidin.Com

বলিউডের প্রয়াত নায়িকা শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর। মায়ের মতো অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিয়েছেন। বলিউডের রঙিন জগতে নিজেকে আকর্ষণীয়রূপে তুলে ধরতে পোশাক-আশাক ও মেকাপে বেশ যত্নবান হতে হয়।

সব নায়িকাই সেটা মেইনটেইন করেন। কিন্তু জাহ্নবী ব্যতিক্রম। শুধু ক্যামেরার সামনে ছাড়া তিনি নিজেকে সাদাসিদে পোশাক ও মেকাপহীন রাখতেই পছন্দ করেন।

তিনি বলেন, ‘অভিনয় আমার পেশা। কিন্তু নিজেকে স্বাচ্ছন্দ্যে রাখাটাও আমার দায়িত্ব। আমি মনে করি লোকদেখানো সৌন্দর্যের চেয়ে আমার নিজের ভালোলাগাটাই মুখ্য। তাই যেটা ভালো লাগে সেটাই করি আমি।’

কিছুদিন আগে বিমানবন্দরে বালিশ নিয়ে হাজির হন জাহ্নবী। বগলে বালিশ চেপে বিমানবন্দরের ভেতর ঢুকতে দেখা গিয়েছিল তাকে। জানা গেছে, কয়েকদিন আগে ঘাড়ে হালকা চোট পান জাহ্নবী। সে কারণেই বিমানযাত্রার সময় নিজেকে রিল্যাক্স রাখার জন্যই বালিশ নিয়েছেন এ অভিনেত্রী।

উল্লেখ্য, জাহ্নবী বর্তমানে ‘এনটিআর ৩০’ নামে একটি সিনেমায় অভিনয় করছেন। কোরাতালা শিবার পরিচালনায় এ সিনেমায় তার নায়ক দক্ষিণের তারকা এনটিআর জুনিয়র।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *