সিরিজ জয়ের আশা নিয়েই চট্টগ্রামে টিম টাইগার্স – GalachipaProtidin.Com
সিরিজ জয়ের আশা নিয়েই চট্টগ্রামে টিম টাইগার্স – GalachipaProtidin.Com

ছবি- বিসিবি

দরজার কড়া নাড়ছে আফগানিস্তানের বিপক্ষের ওয়ানডে সিরিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ৫ জুলাই থেকে গড়াবে সিরিজটি। সিরিজের আনুষ্ঠানিকতা শুরু হবে রোববার টাইগারদের অনুশীলনে নামার মধ্য দিয়ে।

আফগানিস্তানের বিপক্ষে রেকর্ডগড়া জয়ের সুখস্মৃতি নিয়ে শনিবার সাগরিকায় উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে জাতীয় দলের ক্রিকেটাররা। ঢাকা ছাড়ার আগে সংবাদমাধ্যমের সামনে আসেন টাইগার পেসার তাসকিন আহমেদ।

টেস্টে ভালো করার পর ওয়ানডেতেও সিরিজ জয়ের আশা টাইগার এই বোলারের।

তাসকিন ভলেন, ‘ইনশাল্লাহ ভালো সিরিজ হবে আশা করছি। ঈদের ছুটি কাটিয়ে ব্যাক ইন বিজনেস। আশা করছি, সবাই সেরাটা দিয়ে সিরিজ জয়ের আশায় খেলব ইনশাল্লাহ।’

তিনি আরও বলেন, ‘সব দলই বর্তমানে চ্যালেঞ্জিং। আল্টিমেটলি সবার সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে খেলতে হবে। ইনশাল্লাহ আমরা প্রস্তুত, আশা করি ভালো কিছু হবে।’

শনিবার ঢাকা ছেড়েছেন সাদা বলের ক্রিকেটাররা। দলের বাকিরা একসঙ্গে ঢাকা ছাড়লেও মাগুড়া থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দিয়েছেন টি-টোয়েন্টি দলপতি সাকিব আল হাসান। আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে রাতে।

আর ওয়ানডে দলপতি ইতোমধ্যেই ছুটিতে রয়েছেন চট্টগ্রামেই। সেখান থেকেই আগামীকাল দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *