হীরার ঘড়ি লাগান চোকারে ট্রেন্ড সৃষ্টি রিয়ানার – GalachipaProtidin.Com
হীরার ঘড়ি লাগান চোকারে ট্রেন্ড সৃষ্টি রিয়ানার – GalachipaProtidin.Com

ফ্যাশনের ক্ষেত্রে কখনই কোনোরকম ঝুঁকি নিতে নারাজ বিশ্বমানের সেরা গায়িকা রিয়ানা। প্রতিনিয়ত নতুন নতুন সাজে ধরা দিয়ে লাইমলাইট কাড়ছেন গায়িকা। এবার আবারও তিনি একই কারণে প্রচারের আলোয় আসলেন। সম্প্রতি, রিয়ানাকে তাঁর সঙ্গীর সঙ্গে উপস্থিত ছিলেন, প্যারিস লুই ভিটন বসন্ত ২০২৪ শোতে। যেখানে তাঁর পোশাক এবং স্টাইল আবারও আলোচনায় উঠে এলো। মানুষ সাধারণত হাতে ঘড়ি পরে, কিন্তু গলায় ঘড়ি পরতে দেখেছেন কখনও? হ্যাঁ, এবার গলায় ঘড়ি পরে তাক লাগলেন রিয়ানা। এদিন রিয়ানা তাঁর ইউনিক সাজ দিয়ে আবারও নজর কেড়ে নিলেন সকলের। আসলে রিয়ানা সম্প্রতি ফ্যারেল উইলিয়ামসের প্রথম এলভি কালেকশনের ডেবিউতে এটি এনেছিলেন। প্যারিসের ফ্যাশন উইকে তা প্রদর্শিত হয়েছে। তিনি সেখানে তা ফ্যারলকে উৎসর্গ করলেন। শুধু তাই নয়, ৭.২৫ কোটির জ্যাকব অ্যান্ড কোম্পানির এই হীরার ঘড়ি গলায় পরে যেন নতুন ট্রেন্ড তৈরি করলেন রিয়ানা। যা এদিন বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করল সকলের। তাঁর এই ঘড়ি চোকারটি ৩০ ক্যারেটের ব্যাগেট-কাট সাদা হীরার। যাতে হীরার সংখ্যা ৩৩৮ টি। এই ঘড়িটির মূল্য প্রায় ৬৭০,০০০ মার্কিন ডলার। এই নতুন ট্রেন্ডটির নাম ওয়াচ চোকার। যা ঘড়ি আবার নেকলেসের মতো কাজ করবে। এই পৃথিবীতে প্রথমবার কেউ গলায়ও ঘড়ি পরবে। এর আগেও ব্রেকিং সুপার বোল এলভিআইআই হাফটাইম শো পারফরম্যান্সের সময় রিয়ানা একটি জ্যাকব অ্যান্ড কোং নর্দার্ন লাইটস ঘড়ি বেছে নিয়েছিলেন। যেটি লাল নীলকান্তমণি স্ফটিক যুক্ত ছিল। এদিন এই ফ্যাশন শোতে উপস্থিত ছিলেন বিখ্যাত মডেল জেন্ডায়াও। প্রসঙ্গত, এ বছর গায়িকা দ্বিতীয়বার মা হতে চলেছেন। আর এই অবস্থাতেও তিনি তাঁর ফ্যাশন এবং স্টাইল দিয়ে বারবার সবার ঘুম ওড়াচ্ছেন। রিয়ানা রকির সঙ্গে ২০২০ সাল থেকে প্রেমের সম্পর্কে আছেন। ২০২২ সালে তাঁদের প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়। এবার তাঁদের দ্বিতীয় সন্তান আসছে।

Source link


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *