Just change these phone settings, the camera will become like a DSLR, photographers will also give up. – News18 Bangla – GalachipaProtidin.Com
Just change these phone settings, the camera will become like a DSLR, photographers will also give up. – News18 Bangla – GalachipaProtidin.Com

ছবি ঝাঁ-চকচকে, নিখুঁত হওয়াটা কেন দরকার?

উত্তর আদতে দুটে। প্রথমত, তা দেখতে ভাল লাগে, নিজেদের ছবি হলে মন খুশিতে ভরে ওঠে। দ্বিতীয় টানে হাতই বাণিজ্যিক। আজকাল নানা জায়গায় নিজের তোলা ছবি বিক্রি করে চারটে বাড়তি পয়সা কামিয়ে নেওয়া যায়। সেই দিক থেকেও ক্যামেরাটা ভাল হওয়া দরকার।

তা, iPhone যাঁরা ব্যবহার করেন, তাঁদের আর যা-ই হোক, ছবির গুণগত মান নিয়ে সমঝোতা করতে হয় না। পেশাদার ফটোগ্রাফাররা যে ডিএসএলআর ক্যামেরায় ছবি তোলেন, iPhone-এর ছবিও প্রায় তার কাছাকাছিই যায়।

তবে, ভাল ছবি তোলার জন্য একটা শর্ত যদি হয় ক্যামেরার কোয়ালিটি, অন্যটা তাহলে ফটোগ্রাফারের মুন্সিয়ানা। বুঝদার ফটোগ্রাফার তো তিনি-ই, যিনি ফ্রেমের বাইরে যা আছে, তাকেও সমান গুরুত্ব দেন। যা অন্যরা দেখছেন না, সেটা তিনি দেখতে পেলেই বেশিরভাগ সময়ে আপনা থেকে ম্যাজিক তৈরি হয়ে যায়।

এই ব্যাপারে iPhone ইউজার, বিশেষ করে যাঁরা iPhone 11, iPhone 12, iPhone 13 বা iPhone 14 ব্যবহার করেন, তাঁদের দারুন কাজে আসতে পারে ভিউ আউটসাইড দ্য ফ্রেম ফিচার। অনেকে হয়তো তাঁদের ক্যামেরার সেটিংসে এটা খেয়াল করেও থাকবেন। ছবির ক্ষেত্রে বাই ডিফল্ট এটা টার্ন অফ থাকলেও ভিডিওর ক্ষেত্রে অন করা থাকে।

ছবির ক্ষেত্রে এবার যদি আমরা এটা অন করে নিই, তাহলেই কিন্তু মজা শুরু হবে। সাধারণত আমরা সেটুকুই ক্যামেরায় ধরি, যা ফ্রেমে দেখা যাচ্ছে। কিন্তু এই ফিচার অন করে রাখলে ফ্রেমের বাইরে যা আছে, যা ঢুকতে চলেছে ফ্রেমে তাও দেখা যাবে। ফলে, নিজের ইচ্ছেমতো যে কোনও অ্যাঙ্গল থেকে ছবিটা নেওয়া যাবে। বিশেষ করে ল্যান্ডস্কেপ বা আর্কিটেকচারাল ভিউয়ে এটা কাজে দেবে।

ভিউ আউটসাইড দ্য ফ্রেম ফিচার টার্ন অন করতে আমাদের সবার প্রথমে যেতে হবে সেটিংসে, সেখান থেকে ট্যাপ করতে হবে ক্যামেরায়। এর পর স্ক্রল করে এসে ভিউ আউটসাইড দ্য ফ্রেম ফিচার অন করে দিলেই হল!

Published by:Salmali Das

First published:

Tags: Smartphone


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *