ঈদে মুক্তি পাওয়া সিনেমার পালে আশার হাওয়া – GalachipaProtidin.Com
ঈদে মুক্তি পাওয়া সিনেমার পালে আশার হাওয়া – GalachipaProtidin.Com

টিভি আর ওটিটিতে দর্শকদের মুখ ঘুরে গেছে। বিশ্ব জুড়েই এর সঙ্গে লড়াই করছেন সিনেমার নির্মাতারা। বাংলাদেশে এ লড়াই আরো প্রকট। কেননা, একের পর এক হল বন্ধ হয়ে যাওয়া আর তার বিপরীতে সিনেপ্লেক্স খুব একটা গড়ে না ওঠায়। হলে সিনেমা চালিয়ে টাকা ওঠানোই দায় হয়ে দাঁড়িয়েছে। এত এত বাধার পরেও এবার ঈদুল আজহায় সিনেমা হলগুলোতে দর্শকের উপস্থিতি নতুন করে আশা জাগাচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি-সংশ্লিষ্ট মানুষদের।

এবারের ঈদ উত্সবে মুক্তি পেয়েছে পাঁচটি নতুন ছবি। কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাগুলো হলো—হিমেল আশরাফ নির্মিত ‘প্রিয়তমা’, রায়হান রাফির ‘সুড়ঙ্গ’, চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’, বন্ধন বিশ্বাসের ‘লাল শাড়ি’ ও সৈকত নাসিরের ‘ক্যাসিনো’। সারা দেশের স্থায়ী ও মৌসুমি প্রেক্ষাগৃহগুলোয় চলছে এসব ছবি।

বৃহস্পতি থেকে রাজধানীসহ দেশের সিনেমা হলগুলোতে মানুষের ভিড় দেখা গেছে। যদিও এখন ঘরে বসেই অসংখ্য টিভি চ্যানেলে নাটক, টেলিফিল্ম, সংগীতানুষ্ঠান, তারকাদের আড্ডাসহ সিনেমা দেখার অবারিত সুযোগ রয়েছে। কিন্তু ছুটির দিনে সিনেমা হলে দল বেঁধে দেখতে যাওয়ার আনন্দও কম নয়।

সিনেমা হল-সংশ্লিষ্টরা বলছেন, ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত পাঁচটি ছবির মধ্যে সবচেয়ে দর্শক টানছে ‘প্রিয়তমা’ শিরোনামের সিনেমাটি। দর্শক আকর্ষণে দ্বিতীয় অবস্থানে রয়েছে সুড়ঙ্গ। বাকি ছবিগুলো কমবেশি দেখছে দর্শক। মতিঝিলের মধুমিতা প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘প্রিয়তমা’। মধুমিতার স্বত্বাধিকারী ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘প্রদর্শনীর প্রথম দিন থেকেই দর্শকের ভালো সাড়া পাচ্ছে সিনেমাটি। ঈদের দিনের ম্যাটিনি শো থেকেই আশানুরূপ দর্শকের সাড়া পাওয়া গেছে। এছাড়া শুক্র ও শনিবারও স্পেশাল শোসহ বেশ কিছু প্রদর্শনীতে হাউজফুল দর্শক হয়েছে। ঈদের ছুটি শেষ হলেও এই রেশটা রয়ে যাবে বলে আশা করছি। এতে করে উত্সবকে ঘিরে হল মালিকদের দর্শকখরার আক্ষেপ কিছুটা হলেও ঘুচবে।’

দর্শক-পছন্দে এগিয়ে থাকা ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন শাকিব খান। ছবিটি মুক্তির আগেই ৮০ বছরের এক বৃদ্ধের লুক দিয়ে নজর কেড়েছেন ঢাকাই ছবির এই সুপারস্টার। তার বিপরীতে নায়িকা হয়েছেন কলকাতার ইধিকা পাল। এই ছবির ‘কোরবানি কোরবানি’ শিরোনামের গানটিও প্রশংসিত হয়েছে। ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন শহীদুজ্জামান সেলিম, লুত্ফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে নির্মিত ছবিটির প্রযোজক আরশাদ আদনান। ‘প্রিয়তমা’ ছবিটি দেশের ১০৭টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। ছবিটির পরিবেশক মঞ্জু জানান, ‘প্রিয়তমা ছবিটি সুপারহিট হওয়ার পথে। এই ধরনের গল্পের সিনেমা অনেক দিন পর দর্শকরা পেয়েছে। ছবিতে শাকিব খানের অভিনয় দর্শকের মনে দাগ কেটেছে।’

অন্যদিকে ঈদের দ্বিতীয় আলোচিত সুড়ঙ্গ সিনেমায় অভিনয় করেছেন ছোটপর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তার বিপরীতে নায়িকা হয়েছেন তমা মির্জা। স্টার সিনেপ্লেক্সসহ আরো ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। আর প্রহেলিকা সিনেমাটির মাধ্যমে লম্বা বিরতি ভেঙে বড় পর্দায় হাজির হয়েছেন মাহফুজ আহমেদ। তার বিপরীতে রয়েছেন শবনম বুবলী। এছাড়া ছবিটিতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু এবং এ কে আজাদ সেতু। রঙ্গন মিউজিকের ব্যানারে জামাল হোসেন প্রযোজিত সিনেমাটি মুক্তি পেয়েছে আটটি হলে। ‘লাল শাড়ি’ সিনেমাটির প্রথম বারের মতো প্রযোজক হিসেবে আবির্ভূত হয়েছেন অপু বিশ্বাস। সরকারি অনুদানের এই ছবিতে তার বিপরীতে নায়ক হয়েছেন সাইমন সাদিক। তাঁত ও জামদানির ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেওয়া ছবিটি ১১টি হলে মুক্তি পেয়েছে। ঈদ উত্সবে মুক্তিপ্রাপ্ত আরেক ছবি ক্যাসিনোতে জুটি বেঁধেছেন নিরব ও বুবলী। সিনেমাটি ১৬টি হলে মুক্তি পেয়েছে। এদিকে আলোচনায় আছে চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ও।

 

পুরো আর্টিকেল পড়তে এখানে ক্লিক


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *