গ্রীষ্ম কিংবা বর্ষা… বলি নায়িকাদের ডেনিমেই ভরসা, আপনার? 
গ্রীষ্ম কিংবা বর্ষা… বলি নায়িকাদের ডেনিমেই ভরসা, আপনার? 

আজকাল ওয়েবডেস্ক: গরম হোক বা স্যাঁতসেঁতে— যে কোনও মরসুমে ডেনিমই তাঁদের ভরসা। ধবধবে সাদা কিংবা ফ্যাকাশে নীল। কখনও ধূসর কখনও গাঢ় নীল। ডেনিমের রকমারি সম্ভারে মজে বলিউডের তাবড় নায়িকা। এয়ারপোর্ট ফ্যাশন অথবা নিশি রাতের পার্টি– রকমারি ডেনিম পোশাকে আগুন জ্বালেন তাঁরা। সেই তাপে উষ্ণ হয় চারপাশ। আসরের মধ্যমণি হতে ডেনিমের জুড়িদার নেই। আপনার মুঠো মাপের কোমরে জড়িয়ে নিন স্কার্ট, শর্টস বা ফ্লেয়ার প্যান্ট।



দীপিকা পাড়ুকোন থেকে অনু্ষ্কা শর্মার জৌলুস কিন্তু আপনার সাজেই মিশবে।

কীভাবে টিমআপ করবেন?

১. বেড়াতে গিয়েছেন? বয়স যা-ই হোক। শরীর ছিপছিপে হলে ডেনিম শর্টস মন্দ কী! শেহনাজ গিল যেমন ইতালি কাঁপিয়েছেন কালো ক্রপ টপ, ডেনিম শর্টসে। সঙ্গে হাল্কা গয়না, অল্প রূপটান।

২. ডেনিম প্যারালাল। সঙ্গে বিকিনি টপ। বেশি সাহসী মনে হলে জড়িয়ে নিন জ্যাকেট। চুল তুলে পনি। লাল টুকটুকে ঠোঁট।



নাটকীয়তা বাড়াতে চোখের পাতায় উইংগস লাইনার। পায়ে স্নিকার্স। কাঁধে স্লিং ব্যাগ। হুমা কুরেশির কিন্তু এই সাজ পছন্দ।

৩. ম্রুণাল ঠাকুরের প্রিয় একটু অভিজাত সাজ। তাই তিনি বেছেছেন ডেনিম র্যাপ স্কার্ট। লম্বা ঝুলের স্কার্টের সঙ্গে কনট্রাস্ট টপ। আর ক্রপ জ্যাকেট। ব্যস, যথেষ্ট।

৪. আপনি সাহসিনী? তা হলে কৃতি খারবান্দার সাজ আপনার জন্য। প্লিটেড করসেট ডেনিম টপ। কাঁধ খোলা এই পোশাক স্বচ্ছন্দে ডেনিমের সঙ্গে পরতে পারেন। কোমরে ডেনিমেরই চওড়া বেল্ট বেঁধে নিন। উন্মুক্ত কাঁধে খেলা করুক কাঁধছোঁয়া দুল।

Source link


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *