জয়পুরহাটে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাপ্পী সওদাগরকে গ্রেফতার করেছে র্যাব। সদর উপজেলার পুরানাপৈল এলাকা থেকে রোববার তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, বাপ্পী সওদাগর ধর্ষণ মামলার আসামি। মামলায় আদালত তাকে যাবজ্জীবন সাজা দেন। কিন্তু তিনি পলাতক ছিলেন। ২০০৮ সালের ২৯ এপ্রিল জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ এলাকায় একটি ধর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িত থাকায় বাপ্পী সওদাগর ওই মামলার পর থেকে পলাতক জীবন-যাপন করে আসছিলেন।
Source link